WATCH | Sunil Chhetri: ‘ক্যাপ্টেন ফ্যান্টাসটিক’ পিছনে ফেললেন পুসকাসকে! ত্রিদেশীয় টুর্নামেন্ট ভারতের

ইম্ফলের খুমান লম্পক স্টেডিয়ামে, (The Khuman Lampak Main Stadium) কিরগিজ প্রজাতন্ত্রের (India vs Kyrgyz Republic) বিরুদ্ধে নামার আগে সুনীল ছেত্রীর একটি উক্তি কার্যত ভাইরাল হয়ে গিয়েছিল। সুনীল সাংবাদিকদের বলেছিলেন, ‘দেখুন কথাটা আমি বড়াই করে বলছি না, কিন্তু আমার মনে হয়, আমার মতো গোলের খিদে খুব কম প্লেয়ারেরই রয়েছে।’ ভারত অধিনায়ক ওরফের ফ্যান ফেভারিট ‘ক্যাপ্টেন ফ্যান্টাসটিক’ সেই কথাই প্রমাণ করে দিলেন মাঠে নেমে।

দেশের জার্সিতে কেরিয়ারের ৮৫ নম্বর গোলটি করে ভারতকে এনে দিলেন ত্রিদেশীয় টুর্নামেন্ট (Tri-Nation Friendly)। মঙ্গলবার ভারত ২-০ গোলে কিরগিজ প্রজাতন্ত্রকে হারাল। প্রথমার্ধে গোল করেন সন্দেশ ঝিঙ্গন (Sandesh Jhingan)। ৩৪ মিনিটে তাঁর গোলে এগিয়ে যায় ভারত। বিরতিতে ১-০ এগিয়ে মাঠ ছাড়ে ভারত। দ্বিতীয়ার্ধের ৮৪ মিনিটে পেনাল্টিতে গোল করে ম্যাচে ও টুর্নামেন্টে ভারতের নাম লিখে দেন সুনীল। আর এই গোলের সঙ্গেই সুনীল টপকে যান হাঙ্গেরিয়ান কিংবদন্তি ফেরেন পুসকাসকে (Ferenc Puskás)। পুসকাস দেশের জার্সিতে করেছিলেন ৮৪টি গোল। সুনীল তাঁকেই পিছনে ফেলে দিলেন আজ। সর্বাধিক আন্তর্জাতিক গোল করার ক্ষেত্রে সুনীল এখন পাঁচে। যা বিশ্বরেকর্ড। সক্রিয় ফুটবলারদের মধ্যে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo) ও লিওনেল মেসির (Lionel Messi) পরেই সুনীল। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.