আয়ারল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে খেলেননি তিনি। এশিয়া কাপে খেলবেন কি না তা নিয়েও জল্পনা শুরু হয়েছিল। সেই জল্পনা কাটিয়ে এশিয়া কাপের দলে বিরাট কোহলীর নাম ঘোষণা করে বিসিসিআই। তবে কোহলীকে নিয়ে চিন্তায় তাঁর ছোটবেলার কোচ রাজকুমার শর্মা। দীর্ঘ দিন ধরে টি-টোয়েন্টি ক্রিকেট না খেলার প্রভাব কোহলীর ব্যাটিংয়ে পড়তে পারে বলে মনে করছেন তিনি।
সংবাদমাধ্যমে রাজকুমার বলেন, ‘‘কিছুটা চিন্তা রয়েছে। কারণ ও অনেক দিন টি-টোয়েন্টি ক্রিকেট খেলেনি। কিন্তু তাতে খুব একটা সমস্যা হবে না। কারণ, ও ভাল ভাবে প্রস্তুতি নিয়েছে। মানসিক ভাবেও ভাল জায়গায় আছে। তাই ওর প্রত্যাবর্তন নিয়ে খুব বেশি চিন্তা করছি না।’’
টি-টোয়েন্টি অধিনায়কত্ব পাওয়ার পরে রোহিত শর্মা জানিয়েছিলেন, দলের খেলার ধরন বদলাতে চান তাঁরা। অনেক বেশি আক্রমণাত্মক ক্রিকেট খেলার বার্তা দিয়েছিলেন তিনি। গত কয়েকটি টি-টোয়েন্টি সিরিজে ভারতের খেলায় সেই বদল দেখা গিয়েছে। আক্রমণাত্মক ব্যাটিংয়ের সঙ্গে মানিয়ে নিতে কোহলীর বিশেষ অসুবিধা হবে না বলে মনে করেন রাজকুমার। তিনি বলেন, ‘‘কোহলী বড় মাপের ক্রিকেটার। ও জানে কোন গতিতে রান করতে হবে। ভারতীয় দলের খেলার ধরন বদলেছে। কিন্তু সবাই জানে কোহলী কী ভাবে সব পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে পারে। দলের যে ভাবে দরকার ও ঠিক সে ভাবেই খেলবে।’’
এশিয়া কাপে কোহলী রানে ফিরবেন বলে আশাবাদী সৌরভ গঙ্গোপাধ্যায়ও। তাঁর মতে কোহলীর রানে ফেরা স্রেফ সময়ের অপেক্ষা। বিসিসিআই সভাপতি বলেছেন, ‘‘কোহলী ভাল করে অনুশীলন শুরু করেছে। ও বড় মাপের ক্রিকেটার এবং অনেক রান করেছে। আশা করি এশিয়া কাপেই ওর প্রত্যাবর্তন হবে। অনেক দিন ধরেই শতরান করতে পারছে না। এশিয়া কাপে ছন্দ ফিরুক এটাই চাই।”