Vijay Hazare Trophy: বিজয় হাজারে ট্রফিতে সব থেকে বেশি রান, সেরা দশের তালিকায় রয়েছেন চারজন KKR তারকা

1/10রুতুরাজ গায়কোয়াড়: এবছর বিজয় হাজারে ট্রফির ৫টি ইনিংসে ১৫০.৭৫ গড়ে সব থেকে বেশি ৬০৩ রান সংগ্রহ করেছেন মহারাষ্ট্র অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়। তিনি ৪টি সেঞ্চুরি করেন।

ঋষি ধাওয়ান: ৮টি ইনিংসে ৭৬.৩৩ গড়ে টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ ৪৫৮ রান সংগ্রহ করেন হিমাচল দলনায়ক ঋষি ধাওয়ান। একদা কেকেআর শিবিরে যোগ দেওয়া ঋষি টুর্নামেন্টে মোট ৫টি হাফ-সেঞ্চুরি করেন।
2/10ঋষি ধাওয়ান: ৮টি ইনিংসে ৭৬.৩৩ গড়ে টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ ৪৫৮ রান সংগ্রহ করেন হিমাচল দলনায়ক ঋষি ধাওয়ান। একদা কেকেআর শিবিরে যোগ দেওয়া ঋষি টুর্নামেন্টে মোট ৫টি হাফ-সেঞ্চুরি করেন।
প্রশান্ত চোপড়া: ৮টি ইনিংসে ৫৭.০০ গড়ে ৪৫৬ রান সংগ্রহ করেন হিমাচল ওপেনার প্রশান্ত চোপড়া। তিনি ৫টি হাফ-সেঞ্চুরি করেন। সার্বিক তালিকার তৃতীয় স্থানে রয়েছেন প্রাশান্ত।
3/10প্রশান্ত চোপড়া: ৮টি ইনিংসে ৫৭.০০ গড়ে ৪৫৬ রান সংগ্রহ করেন হিমাচল ওপেনার প্রশান্ত চোপড়া। তিনি ৫টি হাফ-সেঞ্চুরি করেন। সার্বিক তালিকার তৃতীয় স্থানে রয়েছেন প্রাশান্ত।
শুভম শর্মা: ৬টি ইনিংসে ৬৯.৬৬ গড়ে ৪১৮ রান সংগ্রহ করেন মধ্যপ্রদেশের শুভম শর্মা। ১টি সেঞ্চুরি ও ৪টি হাফ-সেঞ্চুরি করেন তিনি। টুর্নামেন্টে সব থেকে বেশি রান সংগ্রহকারীদের তালিকায় চার নম্বরে রয়েছেন শুভম।
4/10শুভম শর্মা: ৬টি ইনিংসে ৬৯.৬৬ গড়ে ৪১৮ রান সংগ্রহ করেন মধ্যপ্রদেশের শুভম শর্মা। ১টি সেঞ্চুরি ও ৪টি হাফ-সেঞ্চুরি করেন তিনি। টুর্নামেন্টে সব থেকে বেশি রান সংগ্রহকারীদের তালিকায় চার নম্বরে রয়েছেন শুভম।
মনন ভোরা: ৫টি ইনিংসে ৭৫.৮০ গড়ে ৩৭৯ রান সংগ্রহ করেন চণ্ডীগড় দলনায়ক মনন ভোরা। তিনি ২টি সেঞ্চুরি ও ২টি হাফ-সেঞ্চুরি করেন। তিনি সার্বিক তালিকার ৫ নম্বরে জায়গা করে নেন।
5/10মনন ভোরা: ৫টি ইনিংসে ৭৫.৮০ গড়ে ৩৭৯ রান সংগ্রহ করেন চণ্ডীগড় দলনায়ক মনন ভোরা। তিনি ২টি সেঞ্চুরি ও ২টি হাফ-সেঞ্চুরি করেন। তিনি সার্বিক তালিকার ৫ নম্বরে জায়গা করে নেন।
বেঙ্কটেশ আইয়ার: ৬টি ইনিংসে ৬৩.১৬ গড়ে ৩৭৯ রান সংগ্রহ করেন মধ্যপ্রদেশের বেঙ্কটেশ। তিনি ২টি সেঞ্চুরি ও ১টি হাফ-সেঞ্চুরি করেন। সব থেকে বেশি রান করা ক্রিকেটারদের তালিকায় ৬ নম্বরে রয়েছেন কেকেআরের আইয়ার।
6/10বেঙ্কটেশ আইয়ার: ৬টি ইনিংসে ৬৩.১৬ গড়ে ৩৭৯ রান সংগ্রহ করেন মধ্যপ্রদেশের বেঙ্কটেশ। তিনি ২টি সেঞ্চুরি ও ১টি হাফ-সেঞ্চুরি করেন। সব থেকে বেশি রান করা ক্রিকেটারদের তালিকায় ৬ নম্বরে রয়েছেন কেকেআরের আইয়ার।
রিঙ্কু সিং: ৬টি ইনিংসে ৮৯.১৭ গড়ে ৩৭৯ রান সংগ্রহ করেন উত্তরপ্রদেশের রিঙ্কু সিং। তিনি ১টি সেঞ্চুরি ও ৪টি হাফ-সেঞ্চুরি করেন। সার্বিক তালিকার ৭ নম্বরে রয়েছেন নাইট তারকা।
7/10রিঙ্কু সিং: ৬টি ইনিংসে ৮৯.১৭ গড়ে ৩৭৯ রান সংগ্রহ করেন উত্তরপ্রদেশের রিঙ্কু সিং। তিনি ১টি সেঞ্চুরি ও ৪টি হাফ-সেঞ্চুরি করেন। সার্বিক তালিকার ৭ নম্বরে রয়েছেন নাইট তারকা।
দীনেশ কার্তিক: ৭টি ইনিংসে ৫৩.৭১ গড়ে ৩৭৬ রান সংগ্রহ করেছেন তামিলনাড়ুর তারকা উইকেটকিপার-ব্যাটসম্যান। তিনি ১টি সেঞ্চুরি ও ২টি হাফ-সেঞ্চুরি করেন। প্রাক্তন নাইট অধিনায়ক এবছর বিজয় হাজারে ট্রফির সব থেকে বেশি রান সংগ্রহকারীদের তালিকায় আট নম্বরে রয়েছেন।
8/10দীনেশ কার্তিক: ৭টি ইনিংসে ৫৩.৭১ গড়ে ৩৭৬ রান সংগ্রহ করেছেন তামিলনাড়ুর তারকা উইকেটকিপার-ব্যাটসম্যান। তিনি ১টি সেঞ্চুরি ও ২টি হাফ-সেঞ্চুরি করেন। প্রাক্তন নাইট অধিনায়ক এবছর বিজয় হাজারে ট্রফির সব থেকে বেশি রান সংগ্রহকারীদের তালিকায় আট নম্বরে রয়েছেন।
প্রেরক মানকড়: সৌরাষ্ট্রের প্রেরক ৭টি ইনিংসে ৯৪.০০ গড়ে ৩৭৬ রান সংগ্রহ করেন। তিনি ১টি সেঞ্চুরি ও ২টি হাফ-সেঞ্চুরি করেছেন। প্রেরক রয়েছেন তালিকার নয় নম্বরে।
9/10প্রেরক মানকড়: সৌরাষ্ট্রের প্রেরক ৭টি ইনিংসে ৯৪.০০ গড়ে ৩৭৬ রান সংগ্রহ করেন। তিনি ১টি সেঞ্চুরি ও ২টি হাফ-সেঞ্চুরি করেছেন। প্রেরক রয়েছেন তালিকার নয় নম্বরে।
কেএস ভরত: অন্ধ্রপ্রদেশের কেএস ভরত ৫টি ইনিংসে ৯২.৫০ গড়ে ৩৭০ রান সংগ্রহ করেছেন। তিনি ২টি সেঞ্চুরি করেন। সব থেকে বেশি রান সংগ্রহকারীদের তালিকায় ভরত ১০ নম্বরে রয়েছেন।
10/10কেএস ভরত: অন্ধ্রপ্রদেশের কেএস ভরত ৫টি ইনিংসে ৯২.৫০ গড়ে ৩৭০ রান সংগ্রহ করেছেন। তিনি ২টি সেঞ্চুরি করেন। সব থেকে বেশি রান সংগ্রহকারীদের তালিকায় ভরত ১০ নম্বরে রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.