অপ্রতিরোধ্য বললেও কম বলা হয়। চলতি বিজয় হাজারে ট্রফিতে যে রকম ব্যাট করছেন রুতুরাজ গায়কোয়াড়, তাতে প্রতিপক্ষ বোলারদের কাছে তাঁকে থামানোর কোনও উপায় নেই বললে মোটেও ভুল বলা হয় না।
রাজকোটে এলিট গ্রুপ-ডি’র প্রথম ম্যাচে রুতুরাজ গায়কোয়াড় মধ্যপ্রদেশের বিরুদ্ধে ১৪টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ১১২ বলে ১৩৬ রান করে আউট হন। ছত্তিশগড়ের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে ১৫৪ রান করে অপরাজিত থাকেন তিনি। ১৪৩ বলের ইনিংসে গায়কোয়াড় ১৪টি চার ও ৫টি ছক্কা মারেন। এবার কেরলের বিরুদ্ধে তৃতীয় ম্যাচে মহারাষ্ট্র অধিনায়ক ১২৪ রান করে আউট হন। ১২৯ বলের ইনিংসে তিনি ৯টি চার ও ৩টি ছক্কা মারেন।ট্রেন্ডিং স্টোরিজ
সুতরাং, এবারের বিজয় হাজারে ট্রফির প্রথম তিন ম্যাচে পরপর তিনটি সেঞ্চুরি করলেন রুতুরাজ গায়কোয়াড়। তিন ম্যাচে তাঁর সার্বিক সংগ্রহ দাঁড়ায় ২০৭-এর অবিশ্বাস্য গড়ে ৪১৪ রান। স্ট্রাইক-রেট ১০৭.৮১।