Vijay Hazare Trophy: বিজয় হাজারে ট্রফির হাই-ভোল্টেজ সেমিফাইনালে দুর্দান্ত শতরান KKR তারকার

ঘরোয়া ক্রিকেটে ব্যাট হাতে বরাবর ধারাবাহিক শেল্ডন জ্যাকসন। সৌরাষ্ট্রের তারকা উইকেটকিপার-ব্যাটম্যান ডোমেস্টিক ক্রিকেটে ধারাবাহিকভাবে রান করে যাওয়া সত্ত্বেও ভারতীয় দলে ডাক না পাওয়ায় ক’দিন আগেই হরভজন সিং সওয়াল করেছিলেন তাঁর হয়ে।

কলকাতা নাইট রাইডার্সের ৩৫ বছর বয়সী তারকা চলতি বিজয় হাজারে ট্রফির গ্রুপ লিগে তেমন একটা নজর কাড়তে পারেননি। হায়দরাবাদের বিরুদ্ধে ৬৫ রানের ইনিংস ছাড়া তাঁর ব্যাটে বড় রানের দেখা মেলেনি। তবে গুরুত্বপূর্ণ সেমিফাইনালে স্বমহিমায় ধরা দিলেন শেল্ডন জ্যাকসন। তামিলনাড়ুর বিরুদ্ধে হাই-ভোল্টেজ ম্যাচে দুরন্ত শতরান করেন সৌরাষ্ট্রের তারকা ক্রিকেটার।ট্রেন্ডিং স্টোরিজ

সেমিফাইনালে ১৩৪ রানের দুর্দান্ত ইনিংস খেলে আউট হন জ্যাকসন। ১২৫ বলের আগ্রাসী ইনিংসে তিনি ১১টি চার ও ৪টি ছক্কা মারেন। শেল্ডন ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন ৫১ বলে। তিনি সেঞ্চুরির গণ্ডি টপকে যান ১০৬ বলে। মূলত জ্যাকসনের শতরানের ভর করেই তামিলনাড়ুর বিরুদ্ধে বড় রানের দলগত ইনিংস গড়ে তোলে সৌরাষ্ট্র। তারা নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ৩১০ রান তোলে।

এছাড়া ওপেনার বিশ্বরাজ জাদেজা ৭৪ বলে ৫২ রান করেন। অর্পিত বাসবদা ৪০ বলে ৫৭ রানের ঝোড়ো ইনিংস খেলেন। প্রেরক মানকড় ৩২ বলে ৩৭ রান করে আউট হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.