বিরাট কোহলির খেলার স্টাইলে, তাঁর শটে মুগ্ধ গোটা বিশ্ব। গোটা বিশ্বের তরুণ ক্রিকেটারদের কাছে আইডল তিনি। তাঁকে দেখে প্রতি মুহূর্তে শেখার চেষ্টা করে নতুন প্রজন্ম। তিনি কী ভাবে শট মারছেেন, কী ভাবে বোলারদের সামলাচ্ছেন, সবটাই তাঁকে নকল করার চেষ্টা করে থাকেন অধিকাংশ তরুণ ক্রিকেটারই।
আর এগুলোই যদি কোহলির কাছে থেকে শেখা যায়, তা হলে তো কথাই নেই! এই যেমন বৃহস্পতিবার কোহলিকে নেটে প্র্যাকটিস করতে দেখে মুগ্ধ হয়ে তাকিয়ে ছিলেন ইশান কিষাণ এবং শ্রেয়স আইয়ার। শুধু তাকিয়ে থাকা নয়, কোহলির প্রতিটা শট কী ভাবে মারছেন, তা নিয়েও নিজেদের মধ্যে আলোচনা করছিলেন ভারতীয় দলের দুই তরুণ। শেখার চেষ্টা করছিলেন। আর এই ভিডিয়োই সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল।ট্রেন্ডিং স্টোরিজ
টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে ১০উইকেটে বাজে ভাবে হেরেছে ভারত। এখন তাদের ঘুরে দাঁড়ানোর লড়াই। রবিবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ। সেই ম্যাচে হারলে চাপে পড়ে যেতে হবে ভারতকে। উল্টোদিকে নিউজিল্যান্ডও পাকিস্তানের কাছে নিজেদের প্রথম ম্যাচে হেরে বসে রয়েছে। তাদের কাছেও এটা ঘুরে দাঁড়ানোর লড়াই। মোদ্দা কথা, রবিবারের ম্যাচটা দুই দলের কাছেই মরণ-বাঁচণ লড়াই হতে চলেছে। দেখার, এই ম্য়াচ জিতে কোন দল পায়ের তলার জমি শক্ত করে!