বিশ্বকাপ জয়ের জন্য অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার অ্যান্টিগার স্যার ভিভ রিচার্ডস স্টেডিয়ামে ফাইনালে ইংল্যান্ডকে চার উইকেটে পরাজিত করে পঞ্চমবারের জন্য অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জেতে।
টুইট বার্তায় প্রধানমন্ত্রী যুব দলের উদ্দেশে লেখেন, ‘আমাদের তরুণ ক্রিকেটারদের জন্য অত্যন্ত গর্বিত। আইসিসি অনূর্ধ্ব বিশ্বকাপ জেতার জন্য ভারতীয় দলকে অভিনন্দন। টুর্নামেন্টের মাধ্যমে তারা দারুণ দৃঢ়তার পরিচয় দিয়েছে। সর্বোচ্চ স্তরে তাদের দুর্দান্ত পারফরম্যান্স দেখায় যে ভারতীয় ক্রিকেটের ভবিষ্যত নিরাপদ এবং সক্ষম হাতে রয়েছে।’ট্রেন্ডিং স্টোরিজ
উল্লেখ্য, এই নিয়ে পঞ্চমবারের জন্য ভারতীয় তরুণরা আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতেছে। এই তালিকায় ভারতের পরে রয়েছে অস্ট্রেলিয়া (তিনটি বিশ্বকাপে জয়)। এর আগে ভারত ২০০০, ২০০৮, ২০১২ এবং ২০২০ সালে এই টুর্নামেন্ট জিতেছিল। অন্যদিকে ইংল্যান্ড ১৯৯৮ সালের পর প্রথমবারের মতো ফাইনালে উঠেছিল এবার। ২৪ বছর আগে ইংলিশ তরুঁরা নিউজিল্যান্ডকে হারিয়ে প্রথমবারের জন্য বিশ্বকাপ জিতলেও গতকাল ভারতের কাছে হেরে শিরোপা হাতছড়া হয় তাদের।
গতকাল ফাইনালে জয়ের জন্য ১৯০ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নামে ভারত। তারা ৪৭.৪ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ১৯৫ রান তুলে ম্যাচ জিতে যায়। ১৪ বল বাকি থাকতে ৪ উইকেটে ম্যাচ জেতে ভারতীয় যুব দল। দীনেশ ২টি ছক্কার সাহায্যে ৫ বলে ১৩ রান করে অপরাজিত থাকেন। নিশান্ত সিন্ধু ৫টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৫৪ বলে ৫০ রান করে নট-আউট থেকে যান। এছাড়া ভারতের হয়ে হরনূর ২১, রশাদ ৫০, যশ ধুল ১৭, রাজ বাওয়া ৩৫ রান করেন। এর আগে দুর্দান্ত এক স্পেলে পাঁচ উইকেট নিয়ে কপিল দেবের কীর্তিকে ছুঁয়েছিলেন রাজ বাওয়া। তাঁর এবং রবি কুমারের স্পেলে খুব কম রানেই গুটিয়ে গিয়েছিল ইংরেজদের ইনিংস।