বার্ষিক সাধারণ সভার আগে মঙ্গলবার গুরুত্ব বৈঠকে বসবেন ভারতীয় ক্রিকেট বোর্ডের কর্তারা। এই বৈঠকের জন্য বিসিসিআইয়ের পদাধিকারীরা সোমবার রাতেই মুম্বই পৌঁছে গিয়েছেন। সূত্রের খবর, বোর্ডের পরবর্তী পদাধিকারী কারা হবেন, তা নিয়ে আলোচনা হতে পারে এই বৈঠকে।
আগামী দিনে ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতির চেয়ারে সৌরভ গঙ্গোপাধ্যায়কে দেখা যাবে কি না, তার কিছুটা আভাস পাওয়া যেতে পারে মঙ্গলবারের বৈঠকের পর। বোর্ডের আগামী নির্বাচনে লড়াই করা নিয়ে এখনও প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি সৌরভ। ভারতের সাধারণ ক্রিকেটপ্রেমীদের একাংশ অবশ্য তাঁকেই আবার বিসিসিআই সভাপতির মসনদে দেখতে চান। যদিও সৌরভের বোর্ড সভাপতি হিসাবে আগামী দিনেও কাজ চালিয়ে যাওয়া নির্ভর করবে বেশ কয়েকটি সমীকরণের উপর। নির্বাচনে বর্তমান শাসক গোষ্ঠীর পক্ষে কোন পদে কে প্রার্থী হতে পারেন, তা নিয়ে আলোচনা হতে পারে মঙ্গলবারের বৈঠকে।
মঙ্গলবারের গুরুত্বপূর্ণ বৈঠক নিয়ে মুখ খোলেননি বোর্ডের কোনও কর্তাই। আলোচনা হতে পারে নির্বাচনী রণকৌশল নিয়েও। সৌরভ বা জয় শাহরা আগামী দিনে কোন পদে থাকবেন বা আদৌ থাকবেন কি না— সে সবই স্পষ্ট হবে ১৮ অক্টোবর বোর্ডের বার্ষিক সাধারণ সভার পর।