রবিবাসরীয় সকালে মর্মান্তিক খবর | ম্যারাথনে দৌড়তে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল বছর ৬৪ –এর এক বৃদ্ধের। ঘটেছে মহারাষ্ট্রের রাজধানী মুম্বইয়ে। বছর বয়সী ওই বৃদ্ধের নাম গজানন মালজালকার। তিনি ছাড়া আরও সাতজন আজ হৃদরোগে আক্রান্ত হয়ে পড়েছিলেন। উদ্যোক্তাদের তরফে এই ঘটনায় গভীরভাবে দুঃখপ্রকাশ করার পাশাপাশি মৃত ব্যক্তির পরিবারকে সাহায্য করার আশ্বাস দেওয়া হয়েছে। এদিকে এই বিষয়ে একটি মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ।
রবিবার ছিল মুম্বই ম্যারাথন ২০২০ –এ প্রতিযোগিতা | এই ম্যারাথনের সিনিয়র সিটিজেন বিভাগে নাম দিয়েছিলেন গজানন। এদিন অন্য প্রতিযোগীদের সঙ্গে দৌড়ও শুরু করেন। কিন্তু, নির্ধারিত চার কিলোমিটার রাস্তা পেরোনোর পরেই আচমকা অচৈতন্য হয়ে রাস্তার ওপর পড়ে যান। সঙ্গে সঙ্গে তাঁকে বম্বে হাসপাতালে নিয়ে গিয়ে ভরতি করেন উদ্যোক্তারা। কিন্তু, সেখানকার কর্তব্যরত ডাক্তাররা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। গজানন ছাড়াও এই ম্যারাথন চলাকালীন আরও সাতজন হৃদরোগে আক্রান্ত হয়ে পড়েছিলেন। তাঁদের মধ্যে হিমাংশু ঠাক্কর(৪০) নামে এক ব্যক্তির অস্ত্রোপচার করা হয়। বাকিদের চিকিৎসা চলছে।এই ঘটনায় গভীরভাবে দুঃখপ্রকাশ করে উদ্যোক্তাদের তরফে মৃত ব্যক্তির পরিবারকে আর্থিক সাহায্য করার আশ্বাস দেওয়া হয়েছে। এদিকে এই বিষয়ে একটি মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ।
2020-01-19