টোকিওয় প্যারালিম্পিক্সে দেশকে পদক এনে দিলেন বাংলার মনোজ সরকার। প্রমোদ ভগত ব্যাডমিন্টনের মেনস সিঙ্গলসে (এসএল-৩) সোনা জয়ের পর একই ইভেন্টের ব্রোঞ্জ পদক জেতেন মনোজ।
ব্রোঞ্জ মেডেল ম্যাচে মনোজ স্ট্রেট গেমে উড়িয়ে দেন জাপানের দাইসুক ফুজিহারাকে। ২৭ মিনিটের লড়াইয়ে মনোদ প্রথম গেম জেতেন ২২-২০ ব্যবধানে। ১৯ মিনিটে তিনি দ্বিতীয় গেম জেতেন ২১-১৩ ব্যবধানেট্রেন্ডিং স্টোরিজ
ব্যাডমিন্টন থেকে জোড়া পদক জয়ের সুবাদে চলতি টোকিও প্যারালিম্পিক্সে ভারতের মেডেল সংখ্যা দাঁড়াল ১৭। এখনও পর্যন্ত টোকিও প্যারালিম্পিক্সে ৪টি সোনা, ৭টি রুপো ও ৬টি ব্রোঞ্জ জিতেছে ভারত। পদক তালিকায় ভারত একলাফে উঠে আসে ২৫ নম্বরে।
১৯৬৮ থেকে ২০১৬ পর্যন্ত প্যারালিম্পিক্সের আসরে ভারত সবমিলিয়ে ১২টি পদক জেতে। এবার সার্বিক সেই নজিরকে বহু পিছনে ফেলে দেয় ভারত। ইতিমধ্যেই ভারতীয় দল টোকিও প্যারালিম্পিক্স থেকে ১৭টি পদক জিতেছে।
সুতরাং, পদক সংখ্যার নিরিখে এটাই ভারতের সর্বকালের সেরা প্যারালিম্পিক্স। এবারই প্রথম শুটিং থেকে সোনা জেতে ভারত। প্রথমবার তিরন্দাজি থেকে পদক আসে ভারতের ঘরে। ২টি নতুন বিশ্বরেকর্ড গড়েন ভারতীয় তারকারা। বেশ কয়েকটি এশিয়ান রেকর্ড গড়েছেন ভারতীয় ক্রীড়াবিদরা। এই প্রথমবার প্যারালিম্পিক্সে কোনও ভারতীয় মহিলা ক্রীড়াবিদ জোড়া পদক জেতেন।