নিশাদ কুমার হাই জাম্পে রুপো জেতার কিছুক্ষণ পরেই ভারতকে চলতি টোকিও প্যারালিম্পিক্স থেকে তৃতীয় পদক এনে দিলেন বিনোদ কুমার। ছেলেদের ডিসকাস থ্রো-এর এফ-৫২ বিভাগে ব্রোঞ্জ জেতেন তিনি। উল্লেখযোগ্য বিষয় হল, নিশাদের মতো বিনোদও প্যারালিম্পিক্সের আসরে নতুন এশিয়ান রেকর্ড গড়েন।
বিনোদ পঞ্চম প্রচেষ্টায় ১৯.৯১ মিটার দূরে ডিসকাস ছুঁড়ে পোডিয়ামে ওঠা নিশ্চিত করেন। তিনি প্রথম চারটি প্রচেষ্টায় যথাক্রমে ১৭.৪৬, ১৮.৩২, ১৭.৮০ ও ১৯.১২ মিটার দূরে ডিসকাস ছোঁড়েন। ষষ্ঠ তথা শেষ প্রচেষ্টায় তিনি ১৯.৮১ মিটার দূরত্বে থ্রো করেন।ট্রেন্ডিং স্টোরিজ
২০.০২ মিটার দূরত্বে ডিসকাস ছুঁড়ে এই ইভেন্টে সোনা জেতেন পোল্যান্ডের পিয়র কোসেউইজ। ১৯.৯৮ মিটার দূরে ডিসকাস ছুঁড়ে রুপো জেতেন ক্রোয়েশিয়ার ভেলিমির সানদোর।