ইতিহাস গড়লেন ভারতীয় শুটার অবনী লেখারা। একই প্যারালিম্পিক্সে দুটো পদক জিতলেন তিনি। অলিম্পিক্সেও কোনও ভারতীয় প্রতিযোগীর এই কৃতিত্ব নেই। ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে সোনা জিতেছিলেন অবনী। শুক্রবার ৫০ মিটার রাইফেল ৩ পজিশন ইভেন্টে ব্রোঞ্জ জিতলেন ১৯ বছরের শুটার।
প্যারালিম্পিক্সে প্রথম মহিলা হিসাবে পদক জিতেছিলেন দীপা মালিক। ২০১৬ রিয়ো অলিম্পিক্সে রুপো জিতেছিলেন তিনি। টোকিয়ো অলিম্পিক্সে এখনও অবধি দু’জন মহিলা প্রতিযোগী পদক এনেছেন, অবনী এবং ভাবিনা পটেল। ভাবিনা রুপো জিতেছিলেন টেবিল টেনিসে।
প্যারালিম্পিক্সে এক ডজন পদক জয় ভারতের। দুটো সোনা, ছ’টি রুপো এবং চারটি ব্রোঞ্জ জিতেছেন ভারতীয় প্রতিযোগীরা। প্যারালিম্পিক্সে এটাই ভারতের সেরা সাফল্য।