প্রথম ম্যাচে আধ ঘন্টারও কম সময়ে এসেছিল জয়, অলিম্পিক্সের দ্বিতীয় ম্যাচে মাত্র ৩৫ মিনিটে নিজের আধিপত্য বজায় রেখে ম্যাচ ২১-৯, ২১-১৬ ব্যবধানে স্ট্রেট গেমে জিতে নেন সিন্ধু। হংকং-র এনওয়াই চিউং-কে পরাস্ত করেন তিনি।
প্রথম গেমে প্রতিপক্ষকে কার্যত দাঁড়াতেই দেননি সিন্ধু। ১৫ মিনিটেই গেম জিতে নেন তিনি। দ্বিতীয় গেমে হংকং-র প্রতিপক্ষ কিছুটা লড়াই করলেও শেষ হাসি হাসেন ভারতীয় শাটলারই। একসময়ে সিন্ধুর চার পয়েন্টের লিড থাকলেও পরপর পয়েন্ট জিতে ৭-৬ এগিয়ে যান চিউং। সিন্ধুর খেলায় প্রথমবার কিছুটা ভুলত্রুটি দেখা যায়।
তবে নিজেকে সামলে নেন রিওতে ভারতের হয়ে রুপো জেতা সিন্ধু। দ্বিতীয় গেমে ব্রেকের সময় পিছিয়ে পড়লেও নিজের দক্ষতার পরিচয় দিয়ে ম্যাচ জিতে নেন তিনি। এই জয়ের ফলে সিন্ধু প্রি-কোয়ার্টার ফাইনালে নিজের জায়গা পাকা করে নিলেন। ডবলস থেকে সাত্যিক-চিরাগ জুটি ছিটকে যাওয়ার পর মেডল জেতার আশা হায়দরাবাদের মেয়েটিই।