শনিবার (২৪ জুলাই) ভারোত্তলনে ভারতের হয়ে টোকিও অলিম্পিক্সের এখনও অবধি একমাত্র মেডেলটি জেতেন মীরাবাঈ চানু। ৪৯ কেজি বিভাগে স্ন্যাচ ও ক্লিন অ্যান্ড জার্ক মিলিয়ে (৮৭+১১৫) মোট ২০২ কেজি ভারোত্তলন করে রুপো জেতেন তিনি। চিনের হোউ জিঞ্জি জিতে নেন স্বর্ণপদক।
সিডনিতে ২০০০ সালে কারণাম মালেশ্বরীর (ব্রোজ্ঞ) পর প্রথম ভারত্তোলকহিসাবে মেডেল জেতেন চানু। দ্বিতীয় ভারতীয় মহিলা অলিম্পিক্সে রুপোর মেডেল গলায় ওঠে তাঁর। ইতিমধ্যেই দেশেও ফিরেছেন তিনি। তবে হঠাৎ করেই ভাগ্যের সহায়তায় চানুর স্বর্ণপদক লাভের সম্ভাবনা ফের জেগে উঠেছে।
জিঞ্জিকে ডোপিং পরীক্ষার টোকিওতে থাকতে বলা হয়েছে। এক গোপন সূত্র ANI-কে জানায়, ‘ওকে (হোউ জিঞ্জি) টেস্টের জন্য টোকিওতে আপাতত থাকতে বলা হয়েছে। টেস্ট যে হচ্ছেই সেই বিষয়ে কোন সন্দেহ নেই।’ চাইনিজ অ্যাথলিটের ডোপের ফলাফলের ওপর নির্ভর করেই বদলে যেতে পারে চানুর মেডেলর রং।
জিঞ্জির ডোপ টেস্টের ফলাফল যদি পজিটিভ আসে তবে সেক্ষেত্রে অলিম্পিক্সের নিয়ম অনুযায়ী প্রতিযোগিতা থেকে বাতিল হবেন তিনি। এমন অবস্থায় দ্বিতীয় স্থানে শেষ করা চানুকেই বিজয়ী ঘোষণা করা হবে এবং সঙ্গে সঙ্গে রুপোর বদলে সোনার মেডেলে দেওয়া হবে তাঁকে। চানুর পদকের রং বদলাক কি না বদলাক, আপামর ভারতীয় জনগণের সামনে তিনি যে এক উদাহরণ সৃষ্টি করতে সক্ষম হয়েছেন, সে বিষয়ে কোন সন্দেহ নেই।