Tokyo Olympics 2020: মস্কোয় সোনা, বেজিংয়ের টিকিট না পাওয়া, টোকিয়োয় ব্রোঞ্জ – ৪১ বছরে হকির Olympics যাত্রা

1/12১৯৮০ মস্কো অলিম্পিক্স : ফাইনালে স্পেনকে ৪-৩ গোলে হারিয়ে সোনা জিতেছিল। সেটাই অলিম্পিক্সে শেষ সোনা জয় ভারতীয় হকি দলের। (ছবি সৌজন্য রয়টার্স)

১৯৮৪ লস অ্যাঞ্জেলস অলিম্পিক্স : পঞ্চম হয়েছিল ভারত। (ছবি সৌজন্য রয়টার্স)
2/12১৯৮৪ লস অ্যাঞ্জেলস অলিম্পিক্স : পঞ্চম হয়েছিল ভারত। (ছবি সৌজন্য রয়টার্স)
১৯৮৮ সিওল অলিম্পিক্স : ষষ্ঠ হয়েছিল ভারত। (PTI)
3/12১৯৮৮ সিওল অলিম্পিক্স : ষষ্ঠ হয়েছিল ভারত। (PTI)
১৯৮৮ সিওল অলিম্পিক্স : ষষ্ঠ হয়েছিল ভারত। (REUTERS)
4/12১৯৮৮ সিওল অলিম্পিক্স : ষষ্ঠ হয়েছিল ভারত। (REUTERS)
১৯৯২ বার্সেলোনা অলিম্পিক্স : সপ্তম হয়েছিল ভারত। (REUTERS)
5/12১৯৯২ বার্সেলোনা অলিম্পিক্স : সপ্তম হয়েছিল ভারত। (REUTERS)
১৯৯৬ আটলান্টা অলিম্পিক্স : অষ্টম হয়েছিল ভারত। (PTI)
6/12১৯৯৬ আটলান্টা অলিম্পিক্স : অষ্টম হয়েছিল ভারত। (PTI)
২০০০ সিডনি অলিম্পিক্স : সপ্তম হয়েছিল ভারত। (PTI)
7/12২০০০ সিডনি অলিম্পিক্স : সপ্তম হয়েছিল ভারত। (PTI)
২০০৪ আথেন্স অলিম্পিক্স : সপ্তম হয়েছিল ভারত। (PTI)
8/12২০০৪ আথেন্স অলিম্পিক্স : সপ্তম হয়েছিল ভারত। (PTI)
২০০৮ বেজিং অলিম্পিক্স : অলিম্পিক্সে যোগ্যতাই অর্জন করতে পারেনি ভারত। ১৯২৮ সালের আমস্টারডাম অলিম্পিক্স থেকে ২০০৪ আথেন্স অলিম্পিক্স পর্যন্ত ভারত টানা ১৮ বার যোগ্যতা অর্জন করেছিল। (PTI)
9/12২০০৮ বেজিং অলিম্পিক্স : অলিম্পিক্সে যোগ্যতাই অর্জন করতে পারেনি ভারত। ১৯২৮ সালের আমস্টারডাম অলিম্পিক্স থেকে ২০০৪ আথেন্স অলিম্পিক্স পর্যন্ত ভারত টানা ১৮ বার যোগ্যতা অর্জন করেছিল। (PTI)
২০১২ লন্ডন অলিম্পিক্স : গ্রুপ 'বি'-তে ছিল ভারত। গ্রুপে শেষ হয়েছিল ভারত। একটি ম্যাচও জিততে পারেনি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হেরে ১২ তম স্থানে শেষ করেছিল ভারত। (PTI)
10/12২০১২ লন্ডন অলিম্পিক্স : গ্রুপ ‘বি’-তে ছিল ভারত। গ্রুপে শেষ হয়েছিল ভারত। একটি ম্যাচও জিততে পারেনি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হেরে ১২ তম স্থানে শেষ করেছিল ভারত। (PTI)
২০১৬ রিও অলিম্পিক্স : অষ্টম স্থানে শেষ করেছিল ভারত। (PTI)
11/12২০১৬ রিও অলিম্পিক্স : অষ্টম স্থানে শেষ করেছিল ভারত। (PTI)
২০২০ টোকিও অলিম্পিক্স : জার্মানিকে ৫-৪ গোলে হারিয়ে ব্রোঞ্জ জয় ভারতের। (REUTERS)
12/12২০২০ টোকিও অলিম্পিক্স : জার্মানিকে ৫-৪ গোলে হারিয়ে ব্রোঞ্জ জয় ভারতের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.