Tokyo 2020: ‘নিজের সেরাটা দেওয়ার চেষ্টাই করেছিলাম’, সোনা না পাওয়ায় আফসোস চানুর

তাঁর হাত ধরেই এই বছর অলিম্পিক্সে প্রথম পদক এসেছে ভারতে। ভারতের বাকি অ্যাথলিটদের অনুপ্রেরণা হয়ে উঠেছেন তিনি। তবু সোনা না পাওয়ার যন্ত্রণা কমছে না টোকিও অলিম্পিক্সে রুপোজয়ী ভারোত্তলকের। সোনা না জেতায় হতাশ হয়ে পড়েছেন মীরাবাঈ চানু।

শনিবার সকালেই ভারোত্তলনের ৪৯ কেজি বিভাগে রুপো জিতেছেন চানু। তার পরেই তাঁকে নিয়ে উচ্ছ্বাসে ভাসছে দেশ। কিন্তু চানুর মন একেবারেই ভাল নেই। যদিও তিনি বলেছেন, ‘আমি পদক জেতায় খুশি। পুরো দেশের নজর আমার উপর ছিল এবং তাদের বড় প্রত্যাশা ছিল আমাকে নিয়ে। আমি একটু নার্ভাসই হয়ে পড়েছিলাম। কিন্তু নিজের সেরাটা দেওয়ার জন্য আমি বদ্ধপরিকর ছিলাম। আমি এর জন্য কঠিন পরিশ্রম করেছিলাম।’

এর পরক্ষণেই চানু হতাশা প্রকাশ করে বলেছেন, ‘আমি সোনা জেতার জন্য সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। কিন্তু সোনা জিততে পারিনি। তবে আমি সত্যিই খুব চেষ্টা করেছি। আমি যখন দ্বিতীয় বার তুলছিলাম, তখনই বুঝে গিয়েছিলাম, আমি পদক পেতে চলেছি।’

এর আগে বিশ্ব চ্যাম্পিয়নশিপে ৪৮ কেজি বিভাগে সোনা জিতেছিলেন চানু। কমনওয়েলথে ৪৮ কেজি বিভাগে একটি রুপো এবং একটি সোনা পেয়েছিলেন। আর এশিয়ান চ্যাম্পিয়নশিপে ৪৯ কেজি বিভাগে ব্রোঞ্জ পেয়েছিলেন। আর এ বার অলিম্পিক্সে রুপো। চানুকে নিয়ে পুরো দেশ গর্বিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.