কোথায় দ্বন্দ্ব? রোহিত শর্মার সঙ্গে কোহলির পারস্পরিক সম্পর্কের ফাটল নিয়ে গত কয়েকদিন ধরে যে গুঞ্জন শোনা যায় ভারতীয় ক্রিকেটমহলে, তাকে স্টেপ-আউট করে মাঠের বাইরে ফেলে দিলেন বিরাট নিজে। সাংবাদিক সম্মেলনে কোহলি স্পষ্ট জানান, তিনি আগের মতোই আবারও জানাচ্ছেন যে, রোহিতের সঙ্গে তাঁর কোনও সমস্যা কখনও ছিল না এবং নেইও।
বরং বিরাটের মুখে উচ্ছ্বসিত প্রশংসা শোনা যায় ক্যাপ্টেন রোহিতের। বিরাটের দাবি, রোহিত ক্যাপ্টেন হিসেবে কতটা ভালো, সেটা বোঝা গিয়েছে আইপিএলেই। বরং টেস্ট সিরিজে ভারতীয় দল হিটম্যানের অভাব টের পাবে বলে জানান ভারত অধিনায়ক।ট্রেন্ডিং স্টোরিজ
কোহলি বলেন, ‘আমার সঙ্গে রোহিতের কোনও সমস্যা নেই। আমি গত দু’বছর ধরে এক কথা বলে বলে ক্লান্ত হয়ে গিয়েছি। আমি কারণটা (ওয়ান ডে নেতৃত্বের হাতবদলের) বুঝি। বিসিসিআই যুক্তিসঙ্গত কারণেই এমন সিদ্ধান্ত নিয়েছে। এক্ষেত্রে আমার ব্যক্তিগত কোনও সিদ্ধান্ত বা আচরণ দলের মনোবল ভেঙে দেবে না।’
পরক্ষণেই রোহিতের ক্যাপ্টেন্সি নিয়ে কোহলি বলেন, ‘রোহিত শর্মা দারুণ অধিনায়ক। ও কৌশলগতভাবে দুর্দান্ত। সেটা আমরা আইপিএলে এবং ভারতীয় দলেও দেখেছি। আমার কাজ হল দলকে সঠিক দিকে এগিয়ে নিয়ে যাওয়া। সেই কাজে রাহুল ভাই ও রোহিতের প্রতি আমার পূর্ণ সমর্থন ও সহযোগিতা থাকবে।’
শেষে বিরাট বলেন, ‘দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজে রোহিতের অভিজ্ঞতার অভাব দল টের পাবে। চাই ও দ্রুত সেরে উঠুক।’ কোহলি এটাও জানি দেন যে, দক্ষিণ আফ্রিকা সফরে রোহিতের নেতৃত্বে ওয়ান ডে সিরিজে মাঠে নামবেন তিনি।