মোহনবাগানের আইলিগ জয়ের উৎসবে ভাসল গোটা তিলোত্তমা। করোনার আবহের মাঝেও থেমে থাকল না উৎসব। মাতামাতি করলেন সবুজ-মেরুন সমর্থকরা। রবিবার কলকাতার নামী পাঁচ তারা হোটেল হায়াত রিজেন্সি হোটেলে মোহনবাগান কর্তাদের হাতে তুলে দেওয়া হল গত মরশুমের আইলিগ ট্রফিটি। সকাল ১১টায় শুরু হয় এই ট্রফিজয়ের অনুষ্ঠান। উপস্থিত ছিলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরুপ বিশ্বাস এবং আইলিগের সিইও সুনন্দ ধর।
ক্লাবের তরফ থেকে উপস্থিত ছিলেন টুটু বসু সহ এক্সেকিউটিভ কমিটির সকল সদস্যরা। এছাড়া আইলিগ জয়ের কান্ডারীদের মধ্যে যারা উপস্থিত থাকতে পারবেন না, তাদের সাথে বিশেষ ভিডিও কনফারেন্স করা হয় হায়াতেই। সেই ভিডিও কলে যোগ দেয় কোচ কিবু ভিকুনা, জোসেবা বেইতিয়া সহ অনেকে। রবিবারের কলকাতা সাক্ষী থাকল মোহনবাগানীদের আবেগের। এছাড়াও অনুষ্ঠান শেষে ট্রফি নিয়ে শোভাযাত্রায় বেরোনো হবে।
গোটা শোভাযাত্রাটি লাইভ সম্প্রচারিত হবে ক্লাবের অফিশিয়াল ফেসবুক পেজে। হায়াত থেকে ইএম বাইপাস হয়ে উল্টোডাঙ্গা মোড়, সেখান থেকে উল্টোডাঙা মেন রোড দিয়ে অরবিন্দ সেতু হয়ে খান্না-এপিসি রোড-ফরিয়াপুকুর দিয়ে আসবে শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে। এরপর সেখান থেকে ইউ টার্ন মেরে হাতিবাগানের রাস্তা ধরে হেদুয়া পার্ক-গিরিশ পার্ক-সেন্ট্রাল অ্যাভেনিউ ধরে ধর্মতলায় এসে সোজা চলে যাবে মোহনবাগান তাঁবুতে।