এবারের আইপিএল এ দুর্দান্ত ফর্মে রয়েছে তরুণ উইকেটকিপার ব্যাটসম্যান ইশান কিশান। মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে ৪৮৩ রান করেছেন এই তরুণ। আন্তর্জাতিক ক্রিকেটে সুযোগ পাওয়ার পুরো যোগ্যতা রয়েছে তার। কিন্তু এত ভালো পারফর্ম কিভাবে করছেন ইশান? এই নিয়ে বার্তা দিলেন ছোটবেলার কোচ তরুণ মজুমদার।
২০১৭ সালে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে তরুণ কিশান ড্রেসিংরুম শেয়ার করেছিলেন জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির সাথে। সেখানে ধোনির পরামর্শ বদলে দেয় ইশানের কেরিয়ারকে।
দ্য টেলিগ্রাফকে দেওয়া সাক্ষাতকারে কোচ বলেন, “ম্যাচ চলাকালীন ধোনি কিষানকে বলত, ‘তোমার কাছে সব ধরণের শট খেলার ক্ষমতা রয়েছে, তাই তোমাকে ক্রিজে থেকে কিছুটা সময় কাটাতে হবে আর ধৈর্য রাখতে হবে।’ এই কথাগুলি ধোনির কাছ থেকে শোনার পর ঈশানকে অনেকটাই অনুপ্রানিত করেছে। আর যেহেতু কিষান একজন ভালো শ্রোতা এবং শিখতে ইচ্ছুক, তাই সে এই কথাগুলি সবসময় মাথায় রাখে।”