আইএসএল-এর এটিকে মোহনবাগানের পর এ বার আইপিএলের লখনউ ফ্র্যাঞ্চাইজির মালিকানা কিনলেন কলকাতার শিল্পপতি সঞ্জীব গোয়েঙ্কা। ৭ হাজার ৯০ কোটি টাকা দিয়ে দল কিনেছেন আরপিএসজি গোষ্ঠীর চেয়ারম্যান। যে ২০টি দল বিড করেছিল, তাদের মধ্যে সব থেকে বেশি দর দিয়েছিলেন সঞ্জীব গোয়েঙ্কাই। আহমেদাবাদ এবং লখনউয়ের মধ্যে অনেকটাই দাম বেশি লখনউয়ের। বেশি দামে দল কিনেও কোনও আফসোস নেই তাঁর। বরং তাঁর দাবি, ১০ বছরে এই দলের দাম কয়েক গুণ বেড়ে যাবে। তাই তিনি খুশি।
এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সঞ্জীব গোয়েঙ্কা বলেছেন, ‘আমরা যে টাকা বিনিয়োগ করছি, সেটা ১০ বছর পর কয়েক গুণ বেড়ে যাবে বলে আমার মনে হয়।’ তিনি আরও বলেছেন, ‘আমরা যে ৭ হাজার কোটি টাকা দিয়ে দল কিনেছি, তার মধ্যে ১০ বছরে হয়তো সাড়ে ৩ হাজার কোটি টাকা মতো আমাকে দিতে হবে আমাকে। কারণ ভারতীয় বোর্ডের কাছে সম্প্রচার স্বত্ব বাবদ বাকি সাড়ে ৩ হাজার কোটি টাকা আমি পাব। আগামী পাঁচ বছরে বোর্ডের কাছে আরও বেশি টাকা পেতে পারি। তার মানে আমার দলের বর্তমান দাম ২ হাজার ১০০ কোটি টাকা। অর্থাৎ ২ হাজার ১০০ কোটি টাকা দিয়ে আমি একটা দল কিনেছি।’ট্রেন্ডিং স্টোরিজ
এর আগে রাইজিং পুনে সুপারজায়েন্ট টিমটি কিনেছিলেন সঞ্জীব গোয়েঙ্কা। যদিও দলটি দুই বছর আইপিএল অংশ নিয়ে এক বার রানার্স হয়েছিল। এ বার লখনউয়ের টিম কিনে উচ্ছ্বসিত আরপিএসজি গোষ্ঠীর চেয়ারম্যান। যদিও দলের নাম এখনও ঠিক হয়নি। সঞ্জীব গোয়েঙ্কা বলেছেন, ‘উত্তরপ্রদেশের সবচেয়ে বেশি মানুষ বাস করেন। ক্রিকেটের জনপ্রিয়তাও রয়েছে এখানে। গ্রেটার নয়ডাতে আমরা বিদ্যুৎ পরিষেবা দিই। আমাদের অন্য ব্যবসাও এখানে রয়েছে।’