টি-টোয়েন্টি বিশ্বকাপে কোহলির ভারতের বিপক্ষে নিউজিল্যান্ডের দুর্দান্ত পারফরম্যান্সের প্রশংসা করলেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন। রবিবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ভারতকে আট উইকেটে পরাজিত করার সাথে সাথে নিউজিল্যান্ড আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২১-এ নিজেদের প্রথম জয় নিশ্চিত করেছে। নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন খেলা প্রসঙ্গে নিজের মতামত জানাতে গিয়ে বলেছেন, এই উইকেটে ব্যাট করা সহজ ছিল না। যাইহোক, তাদের প্রথম সারির ব্যাটাররা শেষ পর্যন্ত স্বাচ্ছন্দ্যে নিজেদের লক্ষ্যমাত্রায় পৌঁছে ছিল এবং এই কারণে তারা ভারতের বিরুদ্ধে সহজ পায়।
এদিনের ম্যাচের পরে উইলিয়ামসন বলেন, ‘প্রতি ম্যাচের আগে কৌশল তৈরি হয়। ভারতের মতো শক্তিশালী দলের বিরুদ্ধে অলরাউন্ড পারফরম্যান্স করে তবে এই জয় পাওয়া যায়। আমরা তাদের পুরো ম্যাচে চাপে রেখেছিলাম এবং আমাদের ওপেনাররা দুর্দান্ত কাজ করেছে।’ তিনি তার বোলিং আক্রমণের প্রশংসাও করেছেন। উইলিয়ামসন আরও বলেন, ‘আমাদের দুজন ভালো স্পিনার আছে এবং বোলাররা একক ভূমিকা পালন করেছেন। সীমিত ওভারের ক্রিকেটে ইশ সোধি একজন দুর্দান্ত বোলার। এই কন্ডিশনে স্পিনাররা খুবই কার্যকর প্রমাণিত হচ্ছে।’ট্রেন্ডিং স্টোরিজ
তিনি আরও বলেন, ‘আমরা সব সময় শক্তিশালী দলের বিরুদ্ধে খেলি। সব দিক থেকে প্রমাণিত ম্যাচ বিজয়ী, আমরা আমাদের ব্র্যান্ড ক্রিকেটের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। আজ আমাদের খেলোয়াড়রা এর একটি ভালো উদাহরণ স্থাপন করেছে। ইশ সোধি সারা বিশ্বের বিভিন্ন লিগে খেলেছেন। এখন আমরা লিগ পর্বের পরবর্তী ম্যাচগুলো নিয়ে ভাবছি।’