ওয়েস্ট ইন্ডিজও তিন ম্যাচের একদিনের সিরিজের দল ঘোষণা করল। ১৪ জনের এই দলে আছেন ক্রিস গেল, কেমার রোচ, শেলডন কটরেল, কার্লোস ব্রাথওয়েটের মতো সিনিয়ার ক্রিকেটারেরা। দলের অধিনায়ক জেসন হোল্ডার। ওয়েস্ট ইন্ডিজের তারকা স্পিনার সুনিল নারিনের নাম নেই। যা কিছুটা অবাক করেছে সবাইকে। এদিকে নিজের সিদ্ধান্ত থেকে সরে এসেছেন গেল। অবসর নিচ্ছেন না। মাত্র ১১ রান করতে পারলেই ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট ইতিহাসে স্বর্ণ অক্ষরে লেখা হবে তাঁর নাম। তার সেই রেকর্ডের অপেক্ষায় গেইল।
কারণ ওয়েস্ট ইন্ডিজের হয়ে এক দিনের ক্রিকেটে সর্বাধিক ব্যক্তিগত রান এখন ব্রায়ান লারার দখলে। ২৯৫টি ম্যাচ খেলে তিনি করেছিলেন মোট ১০,৩৪৮ রান। সমসংখ্যক ম্যাচ খেলে ক্রিস গেলের রান ১০,৩৩৮ রান। ভারতের বিরুদ্ধে মাত্র ১১ রান করতে পারলেই লক্ষ্য পূরণ হবে তাঁর। তাই এই সিরিজকে খুব গুরুত্ব দিচ্ছেন গেইল।
ওয়েস্ট ইন্ডিজের ১৪ দলে রয়েছেন জেসন হোল্ডার (অধিনায়ক), জন ক্যাম্পবেল, এভিন লুইস, সেমরন হেটমায়ার, নিকলাস পুরান, রসটন চেস, ফাবিয়ান আলেন, কার্লোস ব্রাথওয়েটের, কেমো পল, ক্রিস গেল, শেলডন কটরেল, ওশেন থমাস, শাই হোপ এবং কেমার রোচ।
2019-07-27