২০২০ তেও ট্রফি এল না আরসিবিতে, ফের প্লে-অফে ব্যর্থ কিং কোহলি

বিরাট কোহলি ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের প্লে-অফ ব্যর্থতা অব্যাহত রয়েছে। যে কোনও নক আউট ম্যাচ আসলেই যেন কিং কোহলির ব্যাট আর চলে না। এদিন সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে আইপিএলের এলিমিনেটরের ম্যাচেও চলল না বিরাটের ব্যাট। অধিনায়ক বিরাট কোহলি ওপেন করতে নামেন, আর মাত্র ৬ রান করে প্যাভিলিয়নে ফিরে যান। দলের দরকারেই কাজে এল না বিরাটের ব্যাট।

বিরাটের অধিনায়কত্বে আরও একবার আইপিএল নক আউট থেকে ছিটকে গেল আরসিবি, এবারও এল না ট্রফি। ২০১৬ সালে শেষবার ফাইনালে খেলেছিল আরসিবি। তারপর থেকেই লিগ স্টেজ থেকে বিদায় নিতে হয়েছে আরসিবিকে। দল ভালো থাকলেও সঠিক ভাবে কাজে লাগাতে পারেননি অধিনায়ক বিরাট কোহলি সহ গোটা আরসিবি ম্যানেজমেন্ট। এবারও গ্রুপ লিগের টানা চারটি ম্যাচ হেরে কোয়ালিফাই করেছিল দল। আর প্লে-অফে হার স্বীকার করতে হল হায়দ্রাবাদের কাছে।

এদিন ম্যাচে ১৩১ রান করে আরসিবি। অধিনায়ক বিরাট কোহলি সহ গোটা ব্যাটিং লাইন আপই ব্যর্থ। ব্যতিক্রম এবি ভিলিয়ার্স, একা টিকে থেকে ৪৩ বলে ৫৬ রান করেন এবিডি। জবাবে ব্যাট করতে নেমে ৬৭ রানে চার উইকেট হারিয়ে বসে হায়দ্রাবাদ। শেষ মেশ কেন উইলিয়ামসন (৪৪ বলে ৫০ রান) ও জেসন হোল্ডার (২০ বলে ২৪ রান) মিলে জয়ের রাস্তায় পৌঁছে দেয় হায়দ্রাবাদকে। আবারও আইপিএল থেকে ছিটকে গেল আরসিবি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.