আবারও খেলার মাঠে ফিরছেন বাংলার দুই অতিপরিচিত মুখ, দুই প্রাক্তন অধিনায়ক লক্ষ্মীরতন শুক্লা এবং মনোজ তিওয়ারি। দুইজনেই রাজনীতির ময়দানে নাম লিখিয়েছেন, তবে শিকড়ের কাছে আবারও খেলার মাঠে দেখা যাবে দুই কিংবদন্তি ক্রিকেটারকে। অবশ্য দুইজনের দেখা মিলবে সম্পূর্ণ ভিন্ন দুই ভূমিকায়।
সম্প্রতি ভোটে জিতে রাজনীতির ময়দানে পা দিয়েছেন মনোজ। অপরদিকে, ছয় বছর আগেই নেতা হিসাবে আগমন ঘটেছিল লক্ষ্মীর। আসন্ন এই মরশুমে লক্ষ্মী ফিরছেন বাংলার অনুর্ধ্ব-২৩ দলের কোচের ভূমিকায়। অবশ্য মনোজের দেখা মিলবে ক্রিকেটার হিসাবেই। চোটের কারণে গতবছর করোনাবিঘ্নিত মরশুমে খেলতে পারেননি মনোজ তিওয়ারি। আসন্ন রঞ্জি মরশুমের জন্য বাংলার ৩৯ জন সম্ভাব্য ক্রিকেটারের মধ্যে মনোজের নামও ঘোষণা করা হয়েছে ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি)-এর তরফে।
রাজনীতির ময়দানে প্রবেশ করলেও ক্রিকেটকে এখনই বিদায় জানাচ্ছেন না বলে আগেই জানিয়ে দিয়েছিলেন মনোজ। ভোটে জিতেই তিনি বলেন, ‘আমি নিজের ফিটনেস বজায় রাখার চেষ্টা করব। সবকিছু দেখে শুনেই নিজের সিদ্ধান্ত নেব। তবে আরও কিছু ম্যাচ খেলতে আমি ইচ্ছুক।’
২৩ জুলাই থেকে বাংলার রঞ্জি দলের সম্ভাব্য ক্রিকেটারদের ফিটনেস ক্যাম্প শুরু হচ্ছে। এই ক্যাম্পের পরেই কাট-ছাঁট করে আসন্ন মরশুমের জন্য ক্রিকেটারদের বেছে নেওয়া হবে বলে জানিয়েছেন সিএবি সচিব স্নেহাশিস গঙ্গোপাধ্যায়। তিনি এক বিবৃতিতে বলেন, ‘উপস্থিতি (ক্যাম্পে) বাধ্যতামূলক। অ্যাসোসিয়েশনের দ্বারা নির্ধারিত ফিটনেসের মাপকাঠি সকল ক্রিকেটারকে মেনে চলতে হবে। এই ক্যাম্পের পরেই বাংলা দলের সম্ভাব্য ক্রিকেটারদের নাম ঘোষণা করা হবে।’