চ্যাপেল জমানায় ভারতীয় দল থেকে বাদ পড়ার পর সৌরভ গঙ্গোপাধ্যায়ের ফিরে আসার লড়াই বন্দিত হয়েছে সারা ক্রিকেটবিশ্বে। কিন্তু কলকাতায় মহারাজ যখন দাঁতে দাঁত চেপে তাঁর ফিরে আসার লড়াই লড়ছিলেন, তখন বঙ্গ মিডিয়া ছাড়া যে গুটিকয়েক মানুষ তার সাক্ষী ছিলেন তাদের মধ্যে একজন গৌতম দেব। মহারাজের প্রাক্তন ফিজিক্যাল ট্রেনার, বর্তমানে যুক্ত রয়েছেন বাংলা অনুর্ধ্ব-২৩ দলের সঙ্গে। প্রত্যাবর্তনের লড়াইয়ের সময় তো বটেই। এছাড়াও কলকাতায় থাকাকালীন অতীতে মহারাজ যখনই ফিটনেস সমস্যায় ভুগেছেন, এক ডাকে ছুটে গিয়েছেন গৌতম বাবু।
ভিতিওটি দেখতে ক্লিক করুন:
সৌরভ গঙ্গোপাধ্যায়ের অসুস্থতা কিংবা সুস্থ হওয়ার পর মহারাজের স্বাভাবিক ছন্দে ফেরা। সবকিছু নিয়ে কলকাতা২৪x৭-কে কী বললেন গৌতমবাবু। প্রথমেই বিসিসিআই প্রেসিডেন্টের স্বাভাবিক জীবনে ফেরা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যম বা সোশ্যাল মিডিয়ায় যে প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে তাতে একপ্রকার বিরক্ত প্রকাশ করেন তিনি। ফেসবুক লাইভ অনুষ্ঠানে তিনি জানালেন, ‘সৌরভ যে হারে ফিটনেস ট্রেনিং করে এসেছে তাতে ওর স্বাভাবিক ছন্দে ফেরা নিয়ে আমার মনে হয় না কোনও উদ্বেগের কারণ রয়েছে বলে। কারণ সাধারণ মানুষের সঙ্গে সৌরভের মতো সারাজীবন ফিটনেস করে আসা একজন অ্যাথলিটের মধ্যে পার্থক্য এটাই।
এইসব ক্ষেত্রে সৌরভের মতো মানুষদের রিকোভারি করে স্বাভাবিক ছন্দে ফিরে আসাটা ভীষণ সহজ হয়। সুস্থ হওয়ার পর এঁদের দেখে মনে হওয়ার কোনও সুযোগ থাকবে না যে, এদের কিছু হয়েছিল। অর্থাৎ, ফিটনেস করলে মানুষের যে শরীর খারাপ হবে না একথা কেউ নিশ্চিত করে বলতে পারবে না। কিন্তু আমি গ্যারান্টি দিয়ে এক্ষেত্রে বলতে পারি আগের সৌরভ এবং সুস্থ হওয়ার পরের সৌরভের মধ্যে কোনও পার্থক্য থাকবে না।’
পাশাপাশি বুধবার হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর বাড়ি ফিরছেন মহারাজ। সেখানে দু’সপ্তাহ চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকার পর বাকি দু’টি আর্টারিতে স্টেন্ট বসানো বা পরিস্থিতি অনুযায়ী বিকল্প কোনও সিদ্ধান্ত গ্রহণ করবেন চিকিৎসকেরা। এই সময়টা কোন বিষয়গুলো মাথায় রাখতে হবে মহারাজকে? গৌতম দেব বলেন, চিকিৎসকের পরামর্শ এবং খাদ্যাভ্যাস মেনে চলাটা অত্যন্ত জরুরি। পাশাপাশি প্রশাসনিক পদে থাকা মহারাজের মানসিক চাপ প্রসঙ্গে বলতে গিয়ে গৌতম বাবু আরব আমিরশাহিতে আইপিএল আয়োজন নিয়ে বলেন, ‘হতে পারে সফলভাবে আয়োজন করা নিয়ে ওর কিছুটা মানসিক চাপ ছিল। কিন্তু আমিরশাহীতে আয়োজন নিয়ে ও যথেষ্ট আত্মবিশ্বাসীও ছিল।’
তবুও সবকিছুর পরেও দাদার স্বাভাবিক ছন্দে ফেরা নিয়ে ভীষণ আত্মবিশ্বাসী প্রাক্তন ট্রেনার। যার প্রধান কারণ ফিটনেস ট্রেনিং। এদিকে মঙ্গলবার সকালে উডল্যান্ডস হাসপাতালে সৌরভ গঙ্গোপাধ্যায়ের চিকিৎসা নিয়ে গঠিত মেডিক্যাল বোর্ডের সঙ্গে কথা বলতে এসেছিলেন বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেঠী। মঙ্গলবার সকাল সাড়ে ৯টা নাগাদ হাসপাতাল পৌঁছে প্রাক্তন ভারত অধিনায়কের মেডিক্যাল রিপোর্ট খতিয়ে দেখার পর তিনি কথা বলেন ৯ সদস্যের মেডিক্যাল বোর্ডের সঙ্গে৷ আলোচনার পর বিশিষ্ট এই হৃদরোগ বিশেষজ্ঞ সৌরভের ছুটির বিষয়টিতে সিলমোহর দেন৷
সৌরভের চিকিৎসা সম্পূর্ণ ঠিকঠাক হয়েছে বলেও সন্তোষ প্রকাশ করেন বিশিষ্ট এই হৃদরোগ বিশেষজ্ঞ৷ তিনি, জানান কলকাতা শহরে বসে সৌরভ প্রথম বিশ্বের যে কোনও শহরের মতোই চিকিৎসা পরিষেবা পেয়েছেন। পাশাপাশি সৌরভের চিকিৎসারত ডাক্তারদের প্রশংসা করেন দেবী শেঠি৷ বাডি ফিরে দু’ সপ্তাহ পর্যবেক্ষণে থাকার পর সৌরভের পরর্বতী অ্যাঞ্জিওপ্লাস্টি করা দিন ঠিক হবে বলেও জানিয়েছেন তিনি৷