বিরাট কোহলি, রোহিত শর্মারা যেটা কখনও করে দেখাতে পারেননি, তেমনই দুর্দান্ত নজির গড়লেন কিরণ প্রভু নভগির। নাগাল্যান্ডের মহিলা ক্রিকেট দলের এই ওপেনার সিনিয়র ওমেনস টি-২০ লিগে এমন এক কীর্তি গড়লেন, ছেলে ও মেয়েদের ক্রিকেট মিলিয়ে যা আর কোনও ভারতীয় তারকার নেই। এমনকি সার্বিকভাবে ক্রিকেটবিশ্বেও এমন নজির বিরল।
গুয়াহাটিতে সিনিয়র ওমেনস টি-২০ লিগে অরুণাচলপ্রদেশের বিরুদ্ধে ৭৬ বলে ১৬২ রানের ধ্বংসাত্মক ইনিংস খেলে অপরাজিত থাকেন নভগির। তিনি ১০টি চার ও ১৬টি ছক্কা হাঁকান এমন বিধ্বংসী ইনিংসে। ছেলে ও মেয়েদের ক্রিকেট মিলিয়ে ঘরোয়া অথবা আন্তর্জাতিক, যে কোনও পর্যায়ে এটাই কোনও ভারতীয় ব্যাটারের সর্বোচ্চ ব্যক্তিগত টি-২০ ইনিংস।
এমনকি ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেট মিলিয়ে ছেলেদের টি-২০ ফর্ম্যাটে নভগিরের থেকে বড় ইনিংস খেলেছেন কেবল ক্রিস গেইল (১৭৫) ও অ্যারন ফিঞ্চ (১৭২)। কিরণের মতোই ১৬২ রান করেছেন মাসাকাদজা ও হজরতউল্লাহ জাজাই।
চোখ রাখুন এই সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু পরিসংখ্যানে:-
১. ছেলেদের ঘরোয়া ও টি-২০ ক্রিকেট মিলিয়ে অপরাজিত ১৭৫ রানের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস খেলেছেন ক্রিস গেইল। তিনি ২০১৩ আইপিএলে পুণের বিরুদ্ধে এই নজির গড়েন।
২. ছেলেদের ঘরোয়া টি-২০ ক্রিকেটে ভারতীয়দের মধ্যে সব থেকে বেশি ১৪৭ রান করেছেন শ্রেয়স আইয়ার। তিনি ২০১৯ সালে সিকিমের বিরুদ্ধে সৈয়দ মুস্তাক আলি ট্রফির ম্যাচে এই নজির গড়েন।
৩. ছেলেদের আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ভারতীয়দের মধ্যে সব থেকে বেশি ১১৮ রানের ইনিংস খেলেছেন রোহিত শর্মা। তিনি ২০১৭ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে এমন নজির গড়েন।
৪. মেয়েদের আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে সব থেকে বেশি অপরাজিত ১৬১ রানের ইনিংস খেলেছেন বাহরিনের দীপিকা রসঙ্গিকা। তিনি চলতি বছরেই সৌদি আরবের বিরুদ্ধে এমন নজির গড়েন।
৫. ভারতের মহিলা ক্রিকেটারদের মধ্যে আন্তর্জাতিক টি-২০ ম্যাচে একমাত্র শতরান রয়েছে হরমনপ্রীত কউরের। তিনি ২০১৮ সালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ১০৩ রান করেছেন।