আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেও আইপিএল সার্কিটে তিনি এখনও ‘হট কেক’৷ ২০২১ আইপিএলে ১৫ কোটির মহেন্দ্র সিং ধোনিকে ধরে রেখেছে চেন্নাই সুপার কিংস৷ এর ফলে চতুর্দশ সংস্করণের স্যালারি নিয়ে আইপিএল থেকে ধোনির আয় ছাপিয়ে গিয়েছে দেড়শো কোটি৷ আইপিএলের ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে ১৫০ কোটির মাইলস্টোন টপকে গেলেন মাহি৷
চতুর্দশ আইপিএলে ধোনির স্যালারি ১৫ কোটি৷ ত্রয়োদশ সংস্করণ পর্যন্ত আইপিএলে স্যালারি বাবদ ধোনির আয় ছিল ১৩৭.৮ কোটি টাকা৷ কিন্তু এবারের ১৫ কোটি নিয়ে তিনবারের চ্যাম্পিয়ন অধিনায়কের আয় হল ১৫২ কোটি ৮৪ লক্ষ টাকা৷ আইপিএলের ইতিহাসে প্রথম ক্রিকেটার দেড়শো কোটির স্যালারি মার্ক অতিক্রম করলেন মাহি৷ আইপিএলে চেন্নাই সুপার কিংস ছাড়াও রাইজিং পুণে সুপারজায়েন্টের হয়ে খেলেছেন প্রাক্তন ভারত অধিনায়ক৷ শুধু আইপিএল নয়, সারা বিশ্বের টি-২০ ফ্র্যাঞ্চাইজি লিগে স্যালারি বাবদ এটাই সবচেয়ে বেশি আয়৷ ইনসাইড স্পোর্টস মানিবল-এর তথ্য অনুসারে এমনটাই জানা গিয়েছে৷
আইপিএল থেকে স্যালারি বাবদ আয়ে দু’ নম্বরে রয়েছেন রোহিত শর্মা৷ মুম্বই ইন্ডিয়ান্সকে পাঁচবার চ্যাম্পিয়ন করা রোহিতের আয় ১৪৬ কোটি ৬০ লক্ষ টাকা৷ ডেকান চার্জাসের হয়ে আইপিএল অভিযান শুরু করা রোহিত হলেন আইপিএলের ইতিহাসে সফতম ক্যাপ্টেন৷ ডেকান চার্জার্সে হয়ে সেভাবে পারর্ফম করতে পারেনি রোহিত৷ কিন্তু মুম্বই ইন্ডিয়ান্সে ফিরে সাফল্যের শিখরে পৌঁছন মুম্বইয়ের এই ডানহাতি ব্যাটসম্যান৷ গত আইপিএলেও মরু শহরে মুম্বই ইন্ডিয়ান্স চ্যাম্পিয়ন হয়েছে রোহিতের হাত ধরে৷
২০২১ আইপিএলে রোহিতকে ধরে রাখে মুম্বই ইন্ডিয়ান্স৷ ফলে আইপিএলের চতুর্দশ সংস্করণে ‘হিটম্যান’-এর স্যালারি ১৫ কোটি টাকা৷ যা তাঁর আইপিএলের উদ্বোধনী সংস্করণের চেয়ে চারশো গুণ বেশি৷ ডেকান চার্জার্সে রোহিতের স্যালারি ছিল ৩ কোটি টাকা৷ কিন্তু ২০১১ সাল থেকে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলেছেন রোহিত৷ তাঁর হাত ধরেই আইপিএলে সাফল্যের শিখরে পৌঁছয় নীতা আম্বানির দল৷
আইপিএলে স্যালারি বাবদ আয়ের নিরিখে তিন নম্বরে রয়েছেন বিরাট কোহলি৷ ক্যাপ্টেন হিসেবে গত ৮ বছরে ট্রফি দিতে পারেননি বিরাট৷ তবুও ২০২১ আইপিএলেও কোহলিকে ধরে রেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর৷ ২০২১ আইপিএল বিরাটের স্যালারি ১৭ কোটি টাকা৷ গত আইপিএলও একই স্যালারি পেতেন কোহলি৷ কিন্তু আইপিএলের প্রথম সংস্করণে বিরাটের স্যালারি ছিল মাত্র ১২ লক্ষ টাকা৷ তার থেকে ১৪ হাজার শতাংশ কোহলির স্যালারি বৃদ্ধি পেয়েছে৷ আইপিএল থেকে স্যালারি বাবদ কোহলির আয় ১৪৩ কোটি ২০ লক্ষ টাকা৷