কলকাতার তিন প্রধানে দাপিয়ে ফুটবল খেলা চিবুজোর নুয়াকানমা প্রয়াত হলেন। শুক্রবার হৃদরোগে আক্রান্ত হয়ে নাইজেরিয়ার এই প্রাক্তন ফুটবলারের মৃত্যু হয় বলে খবর।
১৯৮৫ থেকে ১৯৯৮ পর্যন্ত ভারতীয় ফুটবলে দাপিয়ে বেড়িয়েছেন চিবুজোর। চিমা, ক্রিস্টোফার, এমেকাদের সঙ্গে ময়দান মাতিয়েছেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৫ বছর। স্বাভাবিকভাবেই নুয়াকানমার প্রয়াণে শোকের ছায়া বাংলা তথা ভারতীয় ফুটবলে।জনপ্রিয় খবর
ইস্টবেঙ্গল, মোহনবাগান ও মহামেডান ছাড়াও টালিগঞ্জ অগ্রগামীর হয়েও ফুটবল খেলেছেন চিবু। কেরিয়ারের শেষবেলায় চার্চিল ব্রাদার্সের হয়ে মাঠে নামেন তিনি। যদিও ফুটবল খেলার উদ্দেেশ্য নিয়ে ভারতে আসেননি তিনি। এসেছিলেন পড়াশোনার জন্যই। বেঙ্গালুরুতে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি পাশ করেন চিবুজোর। ডাভ পঞ্জাব ইউনিভার্সিটির হয়ে ফুটবলে খেলার সময়েই ইস্টবেঙ্গলের নজরে পড়ে যান তিনি। দু’দফায় লাল-হলুদ জার্সি গায়ে চাপিয়েছেন চিবু।
খেলোয়াড় জীবন থেকেই অত্যন্ত ধার্মিক ছিলেন নুয়াকানমা। তাঁর কিট ব্যাগে সর্বদা রাখা থাকত বাইবেল। খেলা ছাড়ার পরে তিনি নাইজেরিয়ার একটি চার্চের ফাদার হয়েছিলেন। খেলা থেকে অবসর নিলেও ফুটবল থেকে মোটেও মুখ ফিরিয়ে নেননি চিবুজোর। তিনি নাইজেরিয়ার বিপথগামী কিশোরদের জন্য ফুটবল কোচিং সেন্টার খুলেছিলেন। ফুটবলের ধারাভাষ্যকারের ভূমিকাতেও দেখা গিয়েছে তাঁকে।