‘টেস্ট ক্রিকেটের পূজারী কোহলি’, দাবি রবি শাস্ত্রীর

শুভব্রত মুখার্জি: দীর্ঘ দিন ভারতের হয়ে কোচ এবং অধিনায়ক জুটি হিসেবে কাজ করেছেন রবি শাস্ত্রী এবং বিরাট কোহলি। এই জুটির ক্রিকেটের দীর্ঘতম ফর্ম্যাটের রেকর্ড যথেষ্ট ঈর্ষণীয়। অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম ভারতীয় দল হিসেবে তারা পরপর দু’টি টেস্ট সিরিজ জিতেছে। ২০১৮-১৯ সালে দীর্ঘ সাত দশকে প্রথম বিরাটের নেতৃত্বে এবং রবি শাস্ত্রীর কোচিংয়ে ভারত অজিভূমে টেস্ট সিরিজ জিততে সমর্থ হয় ভারতভার। সদ্য ভারতীয় দলের কোচের পদ থেকে সরানো হয়েছে রবি শাস্ত্রীকে। তবে কোহলি সম্পর্কে বলতে গিয়ে রবি শাস্ত্রী দাবি করেন, টেস্ট ক্রিকেটের পূজারী ভারত অধিনায়ক।

প্রসঙ্গত ওয়াংখেড়েতে নিউজিল্যান্ড দলকে ৩৭২ রানে হারিয়ে বিশ্ব ক্রমতালিকায় ফের এক নম্বরে উঠে এসেছে ভারত। চার বছর ভারতীয় দলের হেড কোচের দায়িত্ব সামলানো রবি শাস্ত্রী এক অনুষ্ঠানে দাবি করেন, ‘আমি মনে করি শেষ পাঁচ বছরে টেস্ট ক্রিকেটের অ্যাম্বাসেডর যদি কোন দল হয়ে থাকে, তাহলে তা হল বর্তমান ভারতীয় দল। বিরাট টেস্ট ক্রিকেটের পূজারী। টিমের বাকিরাও তাই।’ট্রেন্ডিং স্টোরিজ

রবি শাস্ত্রী আরও যোগ করেন, ‘আইপিএল, একদিনের ক্রিকেট এই সবের মাঝে আপনার মনে হতে পারে আমি বাড়িয়ে বলছি, তবে ঘটনা পুরোপুরিই সত্যি। দলের প্রত্যেক সদস্যকে জিজ্ঞাসা করলে আপনি জানবেন, ৯৯ শতাংশ ক্রিকেটার আমার মতের সঙ্গে সহমত। শেষ পাঁচ বছর ধরে আমরা তার প্রমাণ পেয়েছি। কারণ তারা বিশ্ব ক্রমতালিকায় ১ নম্বরে শেষ করেছে। আমরা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নিউজিল্যান্ডের কাছে হেরেছি, ঠিক তবে আমাদের আধিপত্য প্রশ্নাতীত।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.