1/8প্রথমবার আইপিএলে নেতৃত্ব দিয়েই ট্রফি হাতে তোলেন রোহিত: ২০১৩ সালে আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের ক্যাপ্টেন নিযুক্ত হন রোহিত শর্মা। তিনি নেতা হিসেবে প্রথম মরশুমেই মুম্বই ইন্ডিয়ান্সকে আইপিএলের খেতাব এনে দেন। ফাইনালে মুম্বই ২৩ রানে হারিয়ে দেয় চেন্নাই সুপার কিংসকে। ছবি- বিসিসিআই।
2/8প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগ টি-২০’তে নেতৃত্ব দিয়েই ট্রফি জেতেন রোহিত: ২০১৩ সালেই প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগ টি-২০’তে মুম্বই ইন্ডিয়ান্সকে নেতৃত্ব দেন রোহিত। সেবার ফাইনালে রাজস্থান রয়্যালসকে ৩৩ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয় মুম্বই। ছবি- বিসিসিআই।
3/8প্রথমবার ভারতের ওয়ান ডে ক্যাপ্টেন হয়েই সিরিজ জেতেন রোহিত: ২০১৭ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতের ওয়ান ডে দলকে প্রথমবার নেতৃত্ব দিতে নামেন রোহিত শর্মা। ভারত ২-১ ব্যবধানে সিরিজ জেতে। ছবি- এপি।
4/8প্রথমবার ভারতের টি-২০ ক্যাপ্টেন হয়েই সিরিজ জেতেন রোহিত: ২০১৭ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতের টি-২০ দলকে প্রথমবার নেতৃত্ব দিতে নামেন রোহিত শর্মা। ভারত ৩-০ ব্যবধানে সিরিজ জেতে। ছবি- এএনআই।
5/8প্রথমবার ত্রিদেশীয় সিরিজে ভারতকে নেতৃত্ব দিয়ে ট্রফি হাতে তোলেন রোহিত: ২০১৮ সালে শ্রীলঙ্কা ও বাংলাদেশকে নিয়ে আয়োজিত নিদাহাস ট্রফিতে ভারতকে নেতৃত্ব দেন রোহিত শর্মা। কোনও ত্রিদেশীয় সিরিজে রোহিতের ক্যাপ্টেন্সি করা সেই প্রথম। উল্লেখযোগ্য বিষয় হল, প্রথমবারেই ভারতকে চ্যাম্পিয়ন করেন তিনি। ছবি- আইসিসি।
6/8প্রথমবার এশিয়া কাপে নেতৃত্ব দিয়েই ট্রফি জেতেন রোহিত: ২০১৮ সালে অস্থায়ী অধিনায়ক হিসেবে এশিয়া কাপে ভারতকে নেতৃত্ব দেন রোহিত শর্মা। ভারত চ্যাম্পিয়ন হয়ে মাঠ ছাড়ে। ছবি- আরসিবি টুইটার।
7/8প্রথমবার ভারতের টেস্ট ক্যাপ্টেন হয়েই সিরিজ জেতেন রোহিত: ২০২২ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতীয় টেস্ট দলকে প্রথমবার নেতৃত্ব দিতে নামেন রোহিত শর্মা। ভারত ২-০ ব্যবধানে সিরিজ জেতে। ছবি- বিসিসিআই।
8/8এই প্রথমবার টি-২০ বিশ্বকাপে ভারতকে নেতৃত্ব দেবেন হিটম্যান। তবে কি নেতা হিসেবে টুর্নামেন্টে আবির্ভাবেই রোহিতের জয়যাত্রা বজায় থাকবে অস্ট্রেলিয়ায়? তাই যদি হয়, তবে ভারতের হাতেই উঠতে পারে এবারের টি-২০ বিশ্বকাপ। ছবি- বিসিসিআই।