টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছে ভারতীয় দল। বিশ্বকাপ শুরু আগে ভারতীয় দলের কম্বিনেশন কী হতে পারে, সেই নিয়ে এখনও নানা বিশেষজ্ঞের নানা মত। তবে সকলেই বোলার হার্দিক পান্ডিয়াকে পাওয়া গেলে যে দলের শক্তি বহুগুনে বৃদ্ধি পাবে, তা একবাক্য়ে মেনে নিচ্ছেন।
বিশ্বকাপ দলে হার্দিককে অলরাউন্ডার হিসাবেই নির্বাচিত করা হয়েছিল। তবে গোটা আইপিএলে তাঁকে একটিও বল করতে দেখা যায়নি। বিশ্বকাপেও আদৌ তাঁকে বল হাতে দেখা যাবে কি না, সেই নিয়ে রয়েছে ধোঁয়াশা। অস্ট্রেলিয়ার ভূমিকায় ভারতীয় দলের অধিনায়কের ভূমিকা পালন করা রোহিত শর্মার কথায় কিন্তু সুস্পষ্ট কোন ধারণা মিলল না। হার্দিক টুর্নামেন্টে কোন না কোন সময়ে বল করতে পারবেন বলে রোহিত আশাবাদী হলেও তিনি যে এখনও বল করা শুরু করেননি, তা সাফ জানিয়ে দেন রোহিত।ট্রেন্ডিং স্টোরিজ
টসে রোহিত শর্মাকে হার্দিকের বোলিংয়ের বিষয়ে জিজ্ঞেস করা হলে তিনি জানান, ‘হার্দিক শারীরিক দিক থেকে ভাল জায়গাতেই রয়েছে। তবে বোলিং করা চালু করতে ওর এখনও কিছুটা সময় লাগবে। ও এখনও বোলিং করা শুরু করেনি, কিন্তু টুর্নামেন্টের কোন না কোন সময়ে ও বল করবে। এমন এক বড় টুর্নামেন্টে সবসময় দলের খেলোয়াড়রা যেন ১০০ শতাংশ ফিট থাকে, সেটাই প্রথম প্রাধান্য পায়। আশা করছি ও দ্রুতই বোলিং করা শুরু করবে।’