নিউজিল্যান্ডের বিরুদ্ধে সকলকে চমকে দিয়েই ভারতের হয়ে লোকেশ রাহুলের সঙ্গে রোহিত শর্মার বদলে ওপেন করতে নামেন ইশান কিষাণ। স্পষ্টতই পাকিস্তান ম্যাচে শাহিন আফ্রিদির বলে আউট হওয়ার পরেই আরেক বাঁ-হাতি ট্রেন্ট বোল্টের থেকে রোহিতকে আড়াল করতেই এই সিদ্ধান্ত। তবে ম্যানেজমেন্টের এই পরিকল্পনার সঙ্গে সহমত হতে পারছেন না সুনীল গাভাসকর।
কিউয়িদের বিরুদ্ধে ম্যাচে সূর্যকুমার যাদবের বদলে দলে আসা ইশানকে সরাসরি ওপেনে পাঠানো হয়। পাশপাশি বেশ একটা লম্বা সময় পর রোহিত ওপেনিংয়ের বদলে অন্য পজিশনে নামেন। তবে না তো ইশান, না তিনে নামা রোহিত, কেউই এদিন সফল হতে পারেননি। এরপরেই ম্যানেজমেন্টের সিদ্ধান্তে নিজের ক্ষোভ উগড়ে দিয়েছেন প্রাক্তন ভারতীয় ওপেনার। ম্যানেজমেন্টকে রোহিতের আত্মবিশ্বাসে আঘাত করার জন্য তুলোধোনা করেন গাভাসকরট্রেন্ডিং স্টোরিজ
India Today-র সঙ্গে কথোপকথনের সময় ভারতীয় কিংবদন্তি জানান, ‘ভারতীয় ম্যানেজমেন্ট আদপে রোহিত শর্মাকে বুঝিয়ে দিয়েছে যে বাঁ-হাতি ফাস্ট বোলার ট্রেন্ট বোল্টের বিরুদ্ধে আমরা তোমাকে ভরসা করি না। একজন খেলোয়াড় যখন বহু বছর ধরে এক জায়গায় খেলছে এবং তাঁর সঙ্গে যদি এমনটা হয়, তাহলে সে নিজেও মনে মনে এটা ভাবতে শুরু করবে যে তাঁর সত্যিই হয়তো দক্ষতা নেই। ইশান যদি ৭০-৮০ রান করতো, তাহলে আমরাই এই সিদ্ধান্তের প্রশংসা করতাম। তবে যখন এমন পরিকল্পনা কাজে লাগে না, তখন সমালোচনা তো হবেই।’
প্রাক্তন ভারতীয় ওপেনার সাফ জানিয়ে দেন, ভারতে ভয় থেকে হোক আর যা থেকেই হোক না কেন, ব্যাটিং অর্ডারে যে পরিবর্তনগুলো করেছে, তার কিছুই কাজে লাগেনি। পরবর্তী ম্যাচগুলোতেও এই ধরনের ব্যাটিং অর্ডারই বজায় থাকে কি না, সেটা সময়ই বলবে, তবে কিউয়িদের বিরুদ্ধে এই হারের জখম যে সকলের মনে বেশ কিছুদিন তাজা থাকবে, তা আলাদা করে বল দিতে হয় না।