অবশেষে সুরেশ রায়না এই বছর আইপিএলে যোগ দিতে চলেছেন। তবে ব্যাট হাতে তাঁকে ২২ গজে দেখা যাবে না। একেবারে অন্য ভূমিকায় এ বার আইপিএল মাতাবেন ভারতের তারকা প্রাক্তন ব্যাটার। ধারাভাষ্যকর হিসেবে তিনি আইপিএলে অংশ নিতে চলেছেন।
সুরেশ রায়না এই প্রথম ধারাভাষ্য দেবেন আইপিএলে। আসলে ২০২১ পর্যন্ত রায়না নিজে আইপিএল খেলেছেন। স্বাভাবিক ভাবেই তাঁর পক্ষে এত দিন ধারাভাষ্য দেওয়া সম্ভবই ছিল না। কিন্তু এ বার রায়না আইপিএলের মেগা নিলামে অবিক্রিত রয়েছেন। তাই এ বার রায়নাকে আইপিএলে একেবারে অন্য ভূমিকায় পাওয়া যাবে।ট্রেন্ডিং স্টোরিজ
শুধু রায়না নন। রবি শাস্ত্রী আইপিএলে আবার পুরনো ভূমিকায় ফিরছেন। এর আগে শোনা গিয়েছিল, ভারতীয় দলের প্রাক্তন কোচকে নাকি আইপিএলে কোচের ভূমিকাতেও দেখা পারে। বহু ফ্রাঞ্চাইজি দলের প্রস্তাব রয়েছে। কিন্তু সে সব কিছুই ঘটেনি। বরং ধারাভাষ্যকর হিসেবে আইপিএলের সঙ্গে যুক্ত হচ্ছেন রবি শাস্ত্রী।
রবি শাস্ত্রী অবশ্য ২০১৭ সালে টিম ইন্ডিয়ার প্রধান কোচ নিযুক্ত হওয়ার পর থেকে প্রথম বারের মতো ধারাভাষ্যকার হিসাবে ফিরতে চলেছেন। সুরেশ রায়না এবং রবি শাস্ত্রী দু’জনেই হিন্দি ধারাভাষ্য দলের অংশ হবেন।
একটি সূত্র জানিয়েছেন, ‘আপনারা সকলেই জানেন যে রায়না এ বার আইপিএলে অংশ নেবেন না। তবে আমরা কোনও ভাবে ওকে টুর্নামেন্টের সঙ্গে যুক্ত করতে চেয়েছিলাম। ওঁর প্রচুর ফ্যান ফলোয়িং আছে এবং ওঁকে মিস্টার আইপিএল হিসেবে সকলে চেনেন। শাস্ত্রীর জন্য, তিনি স্টার স্পোর্টস ইংলিশ ধারাভাষ্য দলের অংশ ছিলেন। কিন্তু তিনি ২০১৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের পরে আর ধারাভাষ্য করেননি। কারণ এর পর তিনি ভারতের প্রধান কোচ নিযুক্ত হয়েছিলেন।’