সানরাইজার্স হায়দরাবাদ: ডেভিড ওয়ার্নার, ঋদ্ধিমান সাহা, মণীশ পাণ্ডে,জনি বেয়ারস্টো, বিজয় শঙ্কর, মহম্মদ নবি, আবদুল সামাদ,রশিদ খান,ভুবনেশ্বর কুমার,টি নটরাজন, সন্দীপ শর্মা
কলকাতা নাইট রাইডার্স: রাহুল ত্রিপাঠি, শুভমন গিল, নীতীশ রানা, শাকিব আল হাসান, অইন মর্গ্যান, দীনেশ কার্তিক, আন্দ্রে রাসেল, প্যাট কামিন্স, বরুণ চক্রবর্তী, প্রসিদ্ধ কৃষ্ণ, হরভজন সিংহ
টসে জিতে বল করার সিদ্ধান্ত নিলেন সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক ডেভিড ওয়ার্নার।
নাইটদের হয়ে অভিষেক ঘটাতে পারেন আইপিএলে ১৬০ ম্যাচ খেলা হরভজন সিংহ। ম্যাচ শুরু হওয়ার আগে তাঁর হাতে নাইটদের ‘ক্যাপ’ তুলে দেওয়া হয়।
দুই দলের মধ্যে একমাত্র বাঙালি ঋদ্ধিমান সাহা। তিনি কি প্রথম থেকেই খেলবেন? নাকি উইকেটের পিছনে থাকবেন জনি বেয়ারস্টো? সেই দিকে তাকিয়ে ক্রিকেট মহল।
কেকেআরের বিরুদ্ধে হায়দরাবাদের হয়ে সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন রশিদ খান ও সিদ্ধার্থ কৌল । দুই বোলার এখনও পর্যন্ত ৮টি করে উইকেট নিয়েছেন।
সানরাইজার্স হায়দরাবাদের হয়ে কেকেআরের বিরুদ্ধে সবচেয়ে বেশি রান করেছেন দলের ওপেনার ও অধিনায়ক ডেভিড ওয়ার্নার। তাঁর সংগ্রহে রয়েটা৫৬৯ রান।
নাইটদের হয়ে হায়দরাবাদের বিরুদ্ধে সবচেয়ে বেশি রান করেছেন রবিন উথাপ্পা। তাঁর সংগ্রহে রয়েছে ৪২৬ রান। যদিও বর্তমানে ২০২১ সালে তিনি খেলছেন চেন্নাই সুপার কিংস দলের হয়ে। কেকেআরের বর্তমান ক্রিকেটারদের মধ্যে হায়দরাবাদের বিরুদ্ধে সবচেয়ে বেশি রান করেছেন নীতীশ রানা। এখনও পর্যন্ত হায়দরাবাদের বিরুদ্ধে ১৫২ রান করেছেন বাঁহাতি এই ব্যাটসম্যান।
হায়দরাবাদের বিরুদ্ধে কেকেআরের হয়ে সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন দুই স্পিনার সুনীল নারাইন ও কুলদীপ যাদব। এই দুই স্পিনার সানরাইজার্সের বিরুদ্ধে ১০টি করে উইকেট নিয়েছেন।
গত বছর সংযুক্ত আরবে দুবারই দুই লিগের ম্যাচেই সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। তার মধ্যে একটি ছিল সুপার ওভারে। ২০২১ সালে চেন্নাইয়ের চিপকে অইন মর্গ্যানের দলের বিরুদ্ধে মাঠে নামার আগে সেই প্রতিশোধ নিতে মুখিয়ে থাকবে ডেভিড ওয়ার্নারের দল।
দুটো দল এখনও পর্যন্ত ১৯বার মুখোমুখি হয়েছে। এর মধ্যে কলকাতা নাইট রাইডার্স জিতেছে ১২টি ম্যাচ। ৭টি ম্যাচ জিতেছে সানরাইজার্স হায়দরাবাদ।