বিরাট কোহলির ১০০তম টেস্টের স্মরণীয় মুহূর্ত মাঠে বসে উপভোগ করতে পারবেন না দর্শকরা। কোহলিও ভরা স্টেডিয়ামের অনুপ্রেরণা থেকে বঞ্চিত হবেন। যেটা খুবই হতাশাজনক বলে দাবি করেছেন সুনীল গাভাসকর। করোনার জন্য কোহলির ১০০তম টেস্টে দর্শক প্রবেশের অনুমতি পাওয়া যায়নি।
স্পোর্টস টুডে-কে দেওয়া এক সাক্ষাৎকারে গাভাসকর দাবি করেছেন, এটি খুবই হতাশাজনক যে, ভক্তরা ভারতের সর্বকালের অন্যতম সেরা খেলোয়াড়ের ল্যান্ডমার্ক টেস্ট উদযাপন করতে মাঠে উপস্থিত থাকবেন না। এর সঙ্গেই তিনি অবশ্য যোগ করেছেন যে, পাঞ্জাবের সাম্প্রতিক করোনা পরিস্থিতির কারণেই ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) বৃহত্তর স্বার্থের কথা ভেবেই এই সিদ্ধান্ত নিয়েছেন।ট্রেন্ডিং স্টোরিজ
এই প্রসঙ্গে গাভাসকরের দাবি, ‘যখন একজন প্লেয়ার কোনও ম্যাচ খেলে, তখন দর্শকের ভিড় থাকলে অনুপ্রেরণা পান তিনি। সম্প্রতি ভারত বহু ম্যাচই দর্শকহীন স্টেডিয়ামে খেলেছে। তবে যে কোনও পারফর্মার, তিনি ক্রিকেটারই হোন না কেন, দর্শকের ভিড়ের মাঝেই খেলতে পছন্দ করেন।’
এর সঙ্গে তিনি যোগ করেছেন, ‘১০০তম টেস্টটি খুব বিশেষ। তবে সেই বিশেষ ম্যাচে দর্শকের মাঠে না থাকাটা সত্যিই খুব হতাশার। তবে আমি মনে করি, বৃহত্তর স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মোহালি এবং আশেপাশে যেখানে ম্যাচটি অনুষ্ঠিত হতে চলেছে, সেখানে করোনা বৃদ্ধি পাচ্ছে।’