মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়ে আত্মবিশ্বাস তুঙ্গে চেন্নাই সুপার কিংসের। মহেন্দ্র সিংহ ধোনির দল এ বার নিজেদের ঘরের মাঠে খেলবে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে। ১১ ম্যাচে ১৩ পয়েন্ট লিগ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা চেন্নাই দিল্লিকে হারালে প্লে-অফে ওঠার রাস্তা অনেকটাই সহজ করে ফেলবে। শুরুতে টানা পাঁচ ম্যাচ হারা দিল্লি এখন অনেকটাই বদলে গিয়েছে। শেষ ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে হারিয়েছে।
চেন্নাইয়ের মাঠে স্পিন বরাবরই বেশি। ধোনি জানেন এমন পিচে কী ভাবে দলকে জয়ের রাস্তা দেখাতে হয়। দিল্লির অধিনায়ক ডেভিড ওয়ার্নার চাইবেন না হেরে যেতে। তিনি জানেন এখন একটি ম্যাচে হারা মানেই প্লে-অফের আশা ত্যাগ করতে হবে। দুই দল মোট ২৭ বার একে অপরের মুখোমুখি হয়েছে। এর মধ্যে ১৭ বার জিতেছে চেন্নাই। দিল্লি জিতেছে ১০ বার। এ বারের আইপিএলে প্রথম বার মুখোমুখি হবে দুই দল। শেষ বার আইপিএলে দিল্লিকে হারিয়েছিল চেন্নাই। সে বার ডেভন কনওয়ে ৪৯ বলে ৮৭ রান করেন। ম্যাচের সেরাও হয়েছিলেন তিনি।
চেন্নাই গত দু’বারের আইপিএলে ভাল খেলতে পারেনি। এ বারের আইপিএলে ঘুরে দাঁড়িয়েছে ধোনির দল। লিগ তালিকায় উপরের দিকেই রয়েছে। এখনও পর্যন্ত ছ’টি ম্যাচে জিতেছে। একটি ম্যাচ তাদের বৃষ্টির জন্য ভেস্তে যায়। তাতে এক পয়েন্ট পায় চেন্নাই। মোট ১৩ পয়েন্ট রয়েছে তাদের। লিগ তালিকায় প্রথম স্থানে থাকা গুজরাত টাইটান্সের থেকে তিন পয়েন্ট কম চেন্নাইয়ের।
দিল্লির এ বারের আইপিএলে শুরুটা ভাল করতে পারেনি। প্রথম পাঁচটি ম্যাচেই হেরে যায়। পরের পাঁচটি ম্যাচের মধ্যে দিল্লি চারটিতে জিতেছে। লিগ টেবিলে সবার তলায় থাকলেও এখনও খাতায় কলমে প্লে-অফে ওঠার সুযোগ রয়েছে দিল্লির কাছে। সৌরভ গঙ্গোপাধ্যায় দলের ডিরেক্টর অফ ক্রিকেট। রিকি পন্টিং কোচ। এমন দল এখনও ঘুরে দাঁড়ানোর আশা করতেই পারে।