কোনওরকম চমকের পথে হাঁটল না কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। প্রত্যাশামতোই শ্রেয়স আইয়ারের হাতে অধিনায়কত্বের ব্যাটন তুলে দিল নাইট কর্তৃপক্ষ। একটা সময় যে ব্যাটন সামলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়, গৌতম গম্ভীর, ব্রেন্ডন ম্যাককালামের মতো তারকারা, সেই গুরুদায়িত্ব পেলেন শ্রেয়স।
বুধবার বিকেলের দিকে কেকেআরের তরফে আনুষ্ঠানিকভাবে অধিনায়ক হিসেবে শ্রেয়সের নাম ঘোষণা করা হয়। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয় ছবিও। তাতে সৌরভ গঙ্গোপাধ্যায়, ব্রেন্ডন ম্যাককালাম, গৌতম গম্ভীর, দীনেশ কার্তিক এবং ইয়ন মর্গ্যানের সঙ্গে শ্রেয়সের ছবিও আছে। সঙ্গে লেখা হয়, ‘নাইটদের নয়া নেতা।’ট্রেন্ডিং স্টোরিজ
এবার নিলামে কেকেআরের প্রয়োজন ছিল এক অধিনায়কের। সেই হিসেবে প্রথম থেকেই শ্রেয়সের নাম উঠে আসছিল। তবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবং পঞ্জাব কিংসেরও অধিনায়ক না থাকায় নিলামের যুদ্ধে শ্রেয়সকে আদৌও পাওয়া যাবে কিনা, তা নিয়ে ধন্দে ছিলেন অনেকে। শেষপর্যন্ত ১২.২৫ কোটি টাকায় শ্রেয়সকে নেয় কেকেআর। তখনই স্পষ্ট হয়ে গিয়েছিল যে শ্রেয়সই হতে চলেছেন পরবর্তী অধিনায়ক। একটি মহলের তরফে অধিনায়ক হিসেবে প্যাট কামিন্স এবং অজিঙ্কা রাহানের নাম উঠে আসছিল।
যদিও রাহানে আদৌও নিয়মিত প্রথম একাদশে থাকবেন কিনা, তা নিয়ে বড়সড় ধন্দ আছে। কামিন্সের ক্ষেত্রে অবশ্য সেই সমস্যা ছিল না। কামিন্স কেকেআরের নিয়মিত প্রথম একাদশে থাকবেন। কিন্তু জাতীয় দলের হয়ে খেলার জন্য এবার আইপিএলের শুরুতে পাওয়া যাবে না তাঁকে। পরবর্তী আইপিএলেও একই সমস্যা হতে পারে। সেই পরিস্থিতিতে ভবিষ্যতের দিকে তাকিয়ে শ্রেয়সের হাতেই অধিনায়কত্বের ব্যাটন তুলে দেওয়া হয়েছে।