ব্রিটিশদের বিরুদ্ধে দুরন্ত শতরান, ICC Women’s Ranking-এ বড় লাফ হরমনের, এগোলেন স্মৃতি-দীপ্তি

ভারতীয় অধিনায়ক হরমনপ্রীত কাউর, যিনি ইংল্যান্ড সফরে দ্বিতীয় ওডিআইতে অপরাজিত ১৪৩ রানের দুরন্ত ইনিংস খেলেছেন, আইসিসি মহিলা ওডিআই র‌্যাঙ্কিংয়ে পঞ্চম স্থানে উঠে এসেছেন। ইংল্যান্ড সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে স্বাগতিকদের ৩-০ ব্যবধানে হারিয়েছে ভারত।

সদ্য প্রকাশিত নতুন আইসিসি ব়্যাঙ্কিং অনুযায়ী হরমনপ্রীত ব্যাটারদের তালিকায় চার ধাপ এগিয়ে পাঁচ নম্বরে উঠে এলেন। ইংল্যান্ডের বিরুদ্ধে সদ্য সমাপ্ত ওয়ান ডে সিরিজে দুর্দান্ত পারফরম্যান্সের জেরেই সুফল পেলেন ভারত অধিনায়ক।

ইংল্যান্ডের বিরুদ্ধে ৩-০ ব্যবধানে সিরিজ জিতেছে ভারতীয় দল। এর সুবাদেই ভারতীয় মহিলা দলের একাধিক খেলোয়াড় সদ্য প্রকাশিত ব়্যাঙ্কিংয়ে উন্নতি ঘটিয়েছে, যাদের মধ্যে হরমনপ্রীত অন্যতম।

হরমন দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে ১১১ বলে ১৪৩ রানের দুরন্ত ইনিংস খেলেন। যার ফল হাতেনাতেই পান তিনি। সেই সুবাদেই ব়্যাঙ্কিংয়ে বড় লাফ মারলেন টিম ইন্ডিয়ার অধিনায়ক।

হরমনপ্রীত ছাড়াও ওপেনার স্মৃতি মন্ধানা ও দীপ্তি শর্মার র‌্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে। মন্ধানা এক ধাপ উঠে ষষ্ঠ স্থানে এবং দীপ্তি শর্মা আট ধাপ লাফ মেরে ২৪ নম্বরে জায়গা করে নিয়েছেন। প্রসঙ্গত মান্ধানা সিরিজের শেষ দুই ওয়ান ডে ম্যাচে ৪০এবং ৫০ রান করেছিলেন। দীপ্তি বর্তমানে মানকাডিং করে খবরের শিরোনামে রয়েছেন। তবে দীপ্তি শর্মা ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের শেষ ম্যাচে ৬৮ রানের একটি দুর্দান্ত ইনিংস খেলেন।সেই সুবাদেই তাঁর র‌্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে।

অন্যান্য ভারতীয়দের মধ্যে, পূজা বস্ত্রকার চার ধাপ উঠে ৪৯-এ জায়গা পেয়েছেন। হারলিন দেওল ৪৬ ধাপ এগিয়ে ৮১ নম্বরে দায়গা পেয়েছেন। রেনুকা সিং ৩৫ ধাপ উপরে উঠে ৩৫ তম স্থানে উঠে এসেছেন।

এ দিকে ঝুলন গোস্বামী বোলারদের তালিকায় পাঁচে ছিলেন। তবে তিনি এই জায়গা থেকে অবসর নিয়েছেন। পঞ্চম অবস্থান থেকে অবসর নিয়েছেন ঝুলন গোস্বামী।

এ দিকে টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে ব্যাটারদের তালিকায় বেদ মুনির পরেই দ্বিতীয় স্থানে রয়েছেন স্মৃতি। বহু দিন ধরেই দুই অজি তারকা বেদ মুনি এবং মেগ ল্য়ানিং শীর্ষ দুই স্থানে নিজেদের দাপট দেখিয়েছেন। তবে মুনি এক নম্বরে থাকলেও, স্মৃতির উত্থানে এক ধাপ পিছিয়ে পড়েছেন মেগ। তিনি তিনে নেমে গিয়েছেন।

ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে ভারতের হয়ে সর্বাধিক, মোট ১১১ রান করেছিলেন ২৬ বছরের স্মৃতি। সেই সুবাদেই তিনি চার নম্বর থেকে ব্যাটারদের তালিকায় দুই নম্বরে উঠে এসেছেন। মুনির থেকে ১২ কম, ৭৩১ রেটিং পয়েন্ট নিয়ে দুইয়ে রয়েছেন স্মৃতি। ৭২৫ পয়েন্ট নিয়ে তিন নম্বরে রয়েছেন ল্যানিং। স্মৃতির ওপেনিং পার্টনার শেফালি বর্মা ৬৬৬ রেটিং পয়েন্ট নিয়ে টি-টোয়েন্টি ব্যাটারদের তালিকায় ছয় নম্বরে রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.