ভারত বনাম শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় একদিনের ম্যাচের নায়ক হওয়ার পরেই সকলের একটাই প্রশ্ন ছিল, দীপক চাহার কী করে এমন ব্যাটিং দক্ষতা অর্জন করলেন। সাত নম্বরে নেমে স্বপ্নের ইনিংস খেললেন। ভারতকে অবিশ্বাস্য ম্যাচ জেতালেন। ম্যাচ জেতার পরে সম্পূর্ণ কৃতিত্ব দলের কোচকেই দিলেন দীপক চাহার। ম্যাচের মধ্যেই দেখা গিয়েছিল সেই ছবি। ম্যাচ চলাকালীন দীপক চাহারের কাছে বার্তা পাঠাচ্ছিলেন কোচ। রাহুল দ্রাবিড় নিয়ে বলতে গিয়ে দীপক চাহার জানান, ‘রাহুল স্যার আমাকে সব বল খেলতে বলেছিলেন। আমি ভারত ‘এ’ এর সাথে কয়েকটি ইনিংস খেলেছি এবং আমার মনে হয় সেই সময় থেকেই তিনি আমার প্রতি বিশ্বাস রেখেছিলেন। তিনি আমাকে বলেছিলেন যে তিনি ভাবেন আমি ৭ নম্বরের পক্ষে যথেষ্ট ভাল, তিনি আমার প্রতি বিশ্বাস রেখেছেন। আশা করি, আসন্ন ম্যাচে আমাকে ব্যাট করতে হবে না।’
ভারত বনাম শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় একদিনের ম্যাচে টস জিতে প্রথম ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন লঙ্কান দলের অধিনায়ক দাশুন শানাকা। প্রথমে ব্যাট করতে নেমে ৫০ ওভারে নয় উইকেট হারিয়ে ২৭৫ রান তোলে শ্রীলঙ্কা। লক্ষ্য তাড়া করতে নেমে একটা সময়ে ১৯৩ রানে ৭ উইকেট হারিয়েছিল ভারত। সেখান থেকে ভারতের জয় নিশ্চিত করেছিল দীপক চাহার। এই অসম্ভবকে সম্ভব করে ম্যাচ জেতান দীপক চাহার। সঙ্গে পান দলের সহ অধিনায়ক ভুবনেশ্বর কুমারকে। এদিনের ম্যাচ জিতে ম্যাচ সেরা হওয়ার পরে দলের কোচ রাহুল দ্রাবিড়কেই সম্পূর্ণ কৃতিত্ব দিলেন চাহার।
এদিন ম্যাচের সেরা হয়ে চাহার জানান, ‘কয়েকটা ক্যাচ ড্রপ হওয়ার পরে এবং পরিস্থিতি গরম হয়েগিল। তবে শেষ পর্যন্ত আমরা তাদের ২৮০ এর নিচে থামাতে পেরেছি এবং এটি ছিল আমাদের পক্ষে একটি শালীন প্রচেষ্টা। আমার মনের ভিতর কেবল একটি বিষয় চলছিল, এটি ছিল স্বপ্নের ইনিংস এবং ভারতের পক্ষে এর চেয়ে কোনও জয় বড় জয় হতে পারেনা এবং এর থেকে ভাল হতে পারেনা।’