২০২০ টোকিও অলিম্পিকে যাত্রা শুরু হতে পারে ক্যারাটে | তৈরি হয়েছে বিশেষ কমিটিও | দেশের ক্যারাটে কর্মকর্তাদের মধ্যে তা নিয়ে তোড়জোড়ো কম নয় | এরই মাঝে ভূবনেশ্বরে হয়ে গেল ২০২০ইস্ট ইন্ডিয়া ক্যারাটে চ্যাম্পিয়নশিপ | এই প্রতিযোগিতায় পদক পাওয়া প্রতিযোগীরা আবারও স্টেট লেভেলে খেলার পর অংশ নেবেন জাতীয় প্রতিযোগিতায় |
কলকাতার ছেলেমেয়েরা এই প্রতিযোগিতায় বিশেষ সাফল্য আর্জন করেন | সেইশিনকাই ক্যারাটে ডু কিকবক্সিং ইন্সস্টিউটের থেকে মোট ১৭জন প্রতিযোগী অংগ্রহণ করলেও যাদের মধ্যে থেকে ৭টি সোনা,৬টি রূপো ও ৮টি ব্রোঞ্জ পেয়েছে প্রতিযোগীরা |
ব্যাক্তিগত ইভেন্ট ছাড়াও জুনিয়র মহিলা টিম কাতাতে সফল হয়েছে তিন মেয়ে| সৌমি রায়, রূপকথা দত্ত ও অনন্যা নায়েকের টিম কাতা দ্বিতীয় স্থান অধিকার করে রূপো জিতে আসে ভূবনেশ্বরে আয়োজিত হওয়া প্রথম পূর্বাঞ্চল ক্যারাটে চ্যাম্পিয়নশিপে |
এই সফল প্রতিযোগীরা এরপর চলতি বছরের মার্চ মাসে তাদের পরবর্তী মান নির্ধারক টুর্নামেন্ট খেলবে| যেখানে সফল হওয়া প্রতিযোগীরা পৌঁছবে জাতীয় স্তরে | মূল কোচ সিহান বাপ্পাদিত্য নন্দী যথেষ্ট আশাবাদী তার খুদে খেলোয়ারদের নিয়ে | কঠোর অনুশীলনে সম্ভব সফলতা আসা, বলেন তিনি | কে বলতে পারে এদের মধ্যে থেকে অদূর ভবিষ্যতে হয়তো কাউকে দেখা যাবে ২০২০ এর অলিম্পিকে |