এসসি ইস্টবেঙ্গলের কাছে ম্যাচটা নিয়মরক্ষার মতোই। প্লে-অফে যাওয়ার আশা কয়েক দিন আগেই শেষ হয়ে গিয়েছে। আবার ডার্বিতেও ব্যর্থ হয়েছেন ফক্স-পিলকিংটনরা। ফলে এসসি ইস্টবেঙ্গল (SC East Bengal) ফুটবলারদের লক্ষ্য ছিল একটাই, শেষ দুটো ম্যাচ জিতে এ বারের আইএসএল (ISL) ‘গুড নোটে’ শেষ করা। কিন্তু সেই আশাও পূর্ণ হল না। নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে বিশ্রী ফুটবল খেলে আরও একবার পরাজয়ের মুখ দেখতে হল লাল-হলুদ শিবিরকে। খালিদ জামিলের ছেলেরা এসসি ইস্টবেঙ্গলকে হারিয়ে প্লে-অফে ওঠার লড়াইয়ে আরও একধাপ এগিয়ে গেল।
দ্বিতীয়ার্ধের শুরুতে পরিস্থিতি আরও বদলে যায়। আরও তেড়েফুঁড়ে নামে নর্থইস্ট। জয়ের খিদেটা যে তাঁদের অনেক বেশি ছিল সেটা স্পষ্ট হয়ে গিয়েছিল তাঁদের আগ্রাসী মনোভাবে। যার জেরে ম্যাচের ৪৮ মিনিটেই গোল হজম করতে হয় ইস্টবেঙ্গলকে। নর্থইস্টের হয়ে গোল করেন সুহের। ৮ মিনিট বাদে ফের গোল পায় নর্থইস্ট। এবারে খানিকটা ভ্রান্তিবিলাসের মতোই আত্মঘাতী গোল করে বসেন ইস্টবেঙ্গলের সার্থক গোলুই। ম্যাচের শেষদিকে ইস্টবেঙ্গল একটি গোল শোধ করলেও, তা ম্যাচের ফলে কোনও প্রভাব ফেলতে পারেনি। শেষবেলায় লাল-হলুদের হয়ে গোলটি করেন সার্থকই।
এই ম্যাচে হারের ফলে ১৮ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের ৯ নম্বরেই পড়ে রইল লাল-হলুদ শিবির। অন্যদিকে জয়ের ফলে ১৯ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে চলে এল নর্থইস্ট।