জামেশেদপুর এফসি-র বিরুদ্ধে নিজেদের আইএসএলের প্রথম ম্যাচে এগিয়ে থেকেও ১-১ ড্র করেছিল এসসি ইস্টবেঙ্গল। আর তার পরের ম্যাচই ছিল ডার্বি। এটিকে মোহনাবাগানের বিরুদ্ধে হতশ্রী ফুটবল খেলে ৩-০ হেরে যায় তারা। সেই ধাক্কা সামলে আজ মঙ্গলবার ওড়িশা এফসির বিরুদ্ধে খেলতে নামছেন ম্যানুয়েল দিয়াজের ছেলেরা। পারবে কি এই ম্যাচে লাল-হলুদ ব্রিগেড ঘুরে দাঁড়াতে?
আপাতত দেখে নেওয়া যাক এসসি ইস্টবেঙ্গল বনাম ওড়িশা এফসি-র লড়াই কবে, কোথায়, কখন অনুষ্ঠিত হবে। জেনে নেওয়া যাক কোন চ্যানেলে এবং অনলাইনের কোথায় দেখা যাবে ম্যাচের সরাসরি সম্প্রচার।ট্রেন্ডিং স্টোরিজ
কবে অনুষ্ঠিত হবে এসসি ইস্টবেঙ্গল বনাম ওড়িম্যাচ: ৩০ নভেম্বর, ২০২১ (মঙ্গলবার)।
কোথায় অনুষ্ঠিত হবে এই ম্যাচ: তিলক ময়দান স্টেডিয়াম (ভাস্কো, গোয়া)।
কখন শুরু হবে ম্যাচ: ভারতীয় সময় অনুযায়ী সন্ধ্যা ৭.৩০-তে শুরু ম্যাচ।
ভারতে কোন চ্যানেলে দেখা যাবে ম্যাচের সরাসরি সম্প্রচার: স্টার স্পোর্টস ২, স্টার স্পোর্টস ২ এইচডি, স্টার স্পো্র্টস থ্রি টিভি চ্যানেলে দেখা যাবে। এ ছাড়াও স্টার স্পোর্টস ১ হিন্দি, স্টার স্পোর্টস ১ এইচডি হিন্দি টিভি চ্যানেল, স্টার স্পোর্টস ১ তামিল, স্টার স্পোর্টস ১ তেলেগু, স্টার স্পোর্টস ১ কানাড়া এবং স্টার স্পোর্টস ১ বাংলা আঞ্চলিক চ্যানেলগুলোতে সরাসরি সম্প্রচারিত হবে ম্যাচটি।
মোবাইলে ও অনলাইনে কোথায় দেখবেন লাইভ স্ট্রিমিং: Disney+Hotstar অ্যাপ এবং অন জিও টিভি-তে দেখা যাবে অনলাইন স্ট্রিমিং। এ ছাড়া ম্যাচের যাবতীয় আপডেট পাবেন হিন্দুস্তান টাইমস বাংলায়।