ফের রক্ষণের হতশ্রী চেহারা। ফের হারল এসসি ইস্টবেঙ্গল। যে টিমটা প্রথম তিনটি ম্যাচেই হেরে বসেছিল, সেই এফসি গোয়ার কাছেও ৩-৪ হারল এসসি ইস্টবেঙ্গল।নড়বড়ে গোয়াকে সামনে পেয়েও জিততে পারল না তারা। তিন বার পিছিয়ে পড়েও তিন বার গোলশোধ করেছে লাল-হলুদ বাহিনী। তবে গোয়ার চার নম্বর গোলের পর আর কিছুই করতে পারল না ইস্টবেঙ্গল। এই নিয়ে ৫ ম্যাচে ১৪ গোল খেয়ে গেল দিয়াজের টিম। আর মঙ্গলবার গোয়ার বিরুদ্ধে ম্যাচ হেরে এখন লিগ টেবলের লাস্টবয় এসসি ইস্টবেঙ্গল।
ম্যাচের পর লাল-হলুদ কোচ যা বললেন:ট্রেন্ডিং স্টোরিজ
কোচের সাফাই
আমরা অনেকগুলো ভুল করেছি। সেই ভুলগুলো কাজে লাগিয়েই এফসি গোয়া পরপর গোল করে গেল।
অমরজিৎ-কে নিয়ে কোচের পরীক্ষানিরীক্ষা
অমরজিৎ খুবই ভালো খেলোয়াড়। মিডফিল্ডার হলেও ও বিপক্ষের বক্সের কাছে গিয়েও খেলতে পারে।
সিডোয়েল ও চিমাকে টিমে না রাখা নিয়ে বিতর্ক
সিডেলের চোট আছে। আর যেহেতু চার জনের বেশি বিদেশি খেলানো যায় না, তাই চিমাকে রেখে দিয়েছিলাম দ্বিতীয়ার্ধে নামাব বলে।
গোলকিপার এবং ডিফেন্ডারদের মধ্যে বোঝাপড়ার অভাব
আমাদের আরও অনুশীলন করতে হবে এবং নিজেদের আরও উন্নত করে তুলতে হবে। এত ভুল করলে চলবে না।
হাওকিপকে ঠিক ভাবে সুযোগ না দেওয়া নিয়ে প্রশ্নের মুখে
পেরোসেভিচ ও চিমাকে বেশিক্ষণ খেলাতে হচ্ছে। সে জন্যই ওকে বেশি খেলানো যাচ্ছে না। তবে ভবিষ্যতে ওকে নিশ্চয়ই খেলতে দেখা যাবে।