রয়্যালসের জয়ের হ্যাটট্রিকের সামনে আজ নাইটরা

স্বপ্নের আইপিএল শুরু রাজস্থান রয়্যালসের৷ বুধবার তাদের জয়ের হ্যাটট্রিকের সামনে কলকাতা নাইট রাইডার্স৷ যাদের আইপিএলের শুরুটা ভালো না-হলেও দ্বিতীয় ম্যাচেই জয়ের স্বাদ পেয়েছে কিং খানের দল৷ দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে লড়াইয়ে নামার আগে আইপিএলে দুই দলই সমান সংখ্যক ম্যাচ জিতেছে৷ তবে চলতি আইপিএল পারফরম্যান্সের ভিত্তিতে কিছুটা হলেও এগিয়ে থেকে শুরু করবে রাজস্থান রয়্যালস৷ আইপিএলে এদিন ১৫০ তম ম্যাচে নামতে চলেছে রাজস্থান৷

তাদের প্রথম দু’টি ম্যাচ জিতে আজ নাইটদের মুখোমুখি স্টিভ স্মিথের রয়্যালসবাহিনী৷ প্রথম ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ১৬ রানে জেতার পর দ্বিতীয় ম্যাচে কিংস ইলেভেন পঞ্জাবকে চার উইকেটে হারিয়ে ২০২০ আইপিএলে স্বপ্নের শুরু করেছে রাজস্থান৷ সঞ্জু স্যামসনের দুর্দান্ত ফর্ম এদিনও নাইটদের বিরুদ্ধে তাদের এগিয়ে রাখছে৷ প্রথম দু’টি ম্যাচে ১৫৯ রান করেছেন স্যামসন৷ স্ট্রাইক-রেট ২১৪.৮৬৷ কিংস ইলেভেনের বিরুদ্ধে ৮৫ রানের ইনিংস খেলেছেন সঞ্জু৷ টুর্নামেন্টে ইতিমধ্যেই ১৬টি ছক্কা হাঁকিয়েছেন রয়্যালসের এই উইকেটকিপার ব্যাটসম্যান৷

আর কেকেআর তাদের প্রথম ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের কাছে ধরাশায়ী হওয়ার পর দ্বিতীয় ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে দারুণ পারফর্ম করে ঘুরে দাঁড়িয়েছে৷ ডেভিড ওয়ার্নাদের বিরুদ্ধে সাত উইকেটে জয় বাড়তি আত্মবিশ্বাস জোগাচ্ছে দীনেশ কার্তিকদের৷ প্রথম ম্যাচে গতবারের চ্যাম্পিয়নদের বিরুদ্ধে ব্যাটিং ও বোলিং ব্যর্থ হলেও দ্বিতীয় ম্যাচে সানরাইজার্সের বিরুদ্ধে দুই বিভাবেগই প্রতিপক্ষকে টেক্কা দিয়ে হেলায় ম্যাচ জিতে নেয় কেকেআর৷ শুভমন গিল ও ইয়ন মর্গ্যানের ফর্মে ফেরা এবং বল হাতে প্যাট কামিন্সের দুর্দান্ত প্রত্যাবর্তন ও বরুণ চক্রবর্তীর প্রথম ম্যাচেই ছাপ ফেলা কিছুটা হলেও স্বস্তিুতে রেখেছে নাইটশিবিরকে৷

তবে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামের পিচে দুই দলই প্রথমবার খেলতে নামছে৷ রাজস্থান রয়্যালস যেমন তাদের প্রথম দু’টি ম্যাচ শারজায় খেলেছে, তেমনই কলকাতা নাইট রাইডার্স তাদের প্রথম দু’টি ম্যাচ খেলেছে আবুধাবির জায়েদ শেখ স্টেডিয়ামে৷ ফলে দুই দলের কাছে দুবাইয়ের পিচের চরিত্র নতুন৷ শারজার অপেক্ষাকৃত ছোট মাঠে দুই ম্যাচেই ২০০ বেশি রান তুলেছে রয়্যালস ব্যাটসম্যানরা৷ প্রথম ম্যাচে সিএসকে-র বিরুদ্ধে ২১৬ রান তুলে ম্যাচ জেতার পর দ্বিতীয় ম্যাচে কিংস ইলেভেন পঞ্জাবের বিরুদ্ধে ২২৪ রান তাড়া করে ম্যাচ জিতেছে রাজস্থান৷

রাজস্থান রয়্যালসের সম্ভাব্য দল: জোস বাটলার, স্টিভ স্মিথ (ক্যাপ্টেন), সঞ্জু স্যামসন, রবিন উথাপ্পা, রিয়ান পরাগ, রাহুল তেওটিয়া, শ্রেয়াস গোপাল, টম কারান, জোফরা আর্চার, অঙ্কিত রাজপুত ও জয়দেব উনাদকট৷

কলকাতা নাইট রাইডার্সের সম্ভাব্য দল: শুভমন গিল, সুনীল নারিন, দীনেশ কার্তিক, নীতিশ রানা, ইয়ন মর্গ্যান, আন্দ্রে রাসেল, কমলেশ নাগোরকটি, প্যাট কামিন্স, শিভম মাভি, কুলদীপ যাদব ও বরুণ চক্রবর্তি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.