আইপিএলের ১০ নম্বর ম্যাচ৷ দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে এই মুহূর্তে ভারতীয় ক্রিকেটে দুই সেরা তারকার লড়াই৷ আরও ভালো করে বলতে গেলে, সীমিত ওভারের ক্রিকেটে আমনে-সামনে টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন ও ভাইস-ক্যাপ্টেন৷
সোমবার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে মুখোমুখি মুম্বই ইন্ডিয়া ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর৷ অর্থাৎ বিরাট ভার্সেস রোহিত৷ আইপিএলের ইতিহাসে একজন সবচেয়ে সফল ক্যাপ্টেন৷ আর অন্যজন এখনও সাফল্যের মুখ দেখেনি৷ রোহিতের নেতৃত্ব চারবার আইপিএলে ট্রফি জিতেছে মুম্বই ইন্ডিয়ান্স৷ কিন্তু বিরাটের নেতৃত্ব ট্রফি জয়ের স্বাদ পায়নি রয়্যাল চ্যালেঞ্জার্স৷ তবে ক্যাপ্টেন হিসেবে সাফল্য না-পেলেও টুর্নামেন্টে সবচেয়ে সফল ব্যাটসম্যান হলেন কোহলি৷
২০২০ আইপিএল সফরের শুরুটা বিরাটের দল জয় দিয়ে করলেও ব্যাটে রান নেই বিরাটের৷ প্রথম ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে জিতে আইপিএল শুরু করে কোহলি অ্যান্ড৷ কিন্তু পরের ম্যাচেই কিংস ইলেভেন পঞ্জাবের সামনে মুখথুবরে পরে রয়্যাল চ্যালেঞ্জার্স৷ তবে দু’টি ম্যাচেই ব্যাট হাতে ব্যর্থ কোহলি৷ প্রথম ম্যাচে সানরাইজার্সের বিরুদ্ধে ১৪ ও কিংস ইলেভেনের বিরুদ্ধে মাত্র ১ রান করে ডাগ-আউটে ফেরন রয়্যাল অধিনায়ক৷
অন্যদিকে মুম্বই ইন্ডিয়ান্স এবারের আইপিএলে চেন্নাই সুপার কিংসের কাছে হেরে টুর্নামেন্ট শুরু করলেও দ্বিতীয় ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে বড় ব্যবধানে জয় পায়৷ ক্যাপ্টেন রোহিত প্রথম ম্যাচে ব্যাট হাতে ব্যর্থ হলেও দ্বিতীয় ম্যাচে কেকেআর-এর বিরুদ্ধে জ্বলে ওঠে তাঁর ব্যাট৷ নাইটদের বিরুদ্ধে ৮০ রানের দুরন্ত ইনিংস খেলেন মুম্বই ইন্ডিয়ান্স ক্যাপ্টেন৷
তবে এ পর্যন্ত আইপিএলের দুই দল ২৭ বার মুখোমুখি হয়েছে৷ এর মধ্যে ১৮ বার জিতেছে মুম্বই ইন্ডিয়ান্স৷ আর মাত্র ৯ বার জিতেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর৷ তবে পরিসংখ্যানের বিচারে মুম্বই অনেক থেকে খেলা শুরু করলেও প্রথমবার দুবাইয়ে খেলতে নামছে মুম্বই ইন্ডিয়ান্স৷ কারণ টুর্নামেন্টে মুম্বই তাদের প্রথম দু’টি ম্যাচই খেলেছে আবুধাবিতে৷ প্রথম ম্যাচে সুপার কিংসের কাছে হারলেও দ্বিতীয় ম্যাচে জিতে ২০২০ আইপিএলে খাতা খুলেছে গতবারেরে চ্যাম্পিয়নরা৷ তবে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে তাদের প্রথম দু’টি ম্যাচ খেলেছে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে৷ অর্থাৎ পিচের দিক থেকে কিছুটা হলেও বাড়তি সুবিধা পাবে রয়্যাল চ্যালেঞ্জার্স৷
আইপিএলে দুই দলই একে অপরের বিরুদ্ধে হাই-স্কোরিং ম্যাচ খেলেছে৷ এক্ষেত্রে অবশ্য মুম্বইয়ের থেকে এগিয়ে রয়েছে ব্যাঙ্গালোর৷ মুম্বইয়ের বিরুদ্ধে আরসিবি-র সর্বোচ্চ স্কোর হল ২৩৫ রান৷ আর আরসিবি-র বিরুদ্ধে মুম্বইয়ের সর্বোচ্চ স্কোর হল ২১৩ রান৷ এছাড়া দু’দলের লড়াইয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সর্বনিন্ম স্কোর হল ১১৫৷ আর আরসিবি-র সর্বনিন্ম স্কোর ১৫৬ রান৷ তবে আরসিবি-র বিরুদ্ধে মুম্বইয়ের সফল রান তাড়ার করা ক্ষেত্রে সর্বাধিক স্কোর ১৭১ রান৷
মুম্বই ইন্ডিয়ান্সের সম্ভাব্য একাদশ: কুইন্টন ডি’কক, রোহিত শর্মা (ক্যাপ্টেন), সূর্যকুমার যাদব, সৌরভ তিওয়ারি, কাইরন পোলার্ড, হার্দিক পান্ডিয়া, ক্রনাল পান্ডিয়া, নাথান কুল্টার নাইল, রাহুল চাহার, ট্রেন্ট বোল্ট ও জসপ্রীত বুমারহ
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের সম্ভাব্য একাদশ: অ্যারোন ফিঞ্চ, দেবদূত পারিক্কল, বিরাট কোহিল (ক্যাপ্টেন), এবি ডি’ভিলিয়ার্স, জোস ফিলিপ, শিভম দুবে, ওয়াশিংটন সুন্দর, ক্রিস মরিস, মহম্মদ সিরাজ, যুবেন্দ্র চাহাল ও নভদীপ সাইনি৷