বিশাখাপত্তনম: বিরল রেকর্ড সন্দেহ নেই৷ বিশাখাপত্তনমে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ১৫৯ রানের দুরন্ত ইনিংস খেলার পথে একাধিক নজির গড়েন রোহিত৷ যার মধ্যে টানা সাত বছর ওয়ান ডে ক্রিকেটে ভারতীয় ব্যাটসম্যান হিসেবে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস খেলার রেকর্ড গড়েন হিটম্যান৷
২০১৩ সাল থেকে এ পর্যন্ত প্রতি ক্যালেন্ডার-বর্ষে রোহিতের সর্বোচ্চ ইনিংসগুলি পর পর সাজালে দাঁড়ায়-২০৯ (২০১৩), ২৬৪ (২০১৪), ১৫০ (২০১৫), অপরাজিত ১৭১ (২০১৬), অপরাজিত ২০৮ (২০১৭), ১৬২ (২০১৮) এবং ১৫৯ (২০১৯)৷ চলতি বছরে আরও একটি ওয়ান ডে ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া৷ সেই ম্যাচে রোহিতের ভাইজ্যাগের ইনিংসকে অবশ্য টপকে যাওয়ার সুযোগ থাকছে টিম ইন্ডিয়ার বাকি ব্যাটসম্যানদের সামনে৷ ম্যাচে রোহিত আরও যে সব নজির গড়েন সেগুলিতে চোখ বুলিয়ে নেওয়া যাক৷—
# চলতি বছরে এই নিয়ে মোট ৭টি ওয়ান ডে সেঞ্চুরি করেন রোহিত৷ কেবল মাত্র সচিন তেন্ডুলকর একই ক্যালেন্ডার-বর্ষে এত থেকে বেশি ওয়ান ডে সেঞ্চুরি করেচিলেন৷ ১৯৯৮ সালে মাস্টার ব্লাস্টার ৯টি ওয়ান ডে শতরান করেছিলেন৷ ২০০০ সালে সৌরভ গঙ্গোপাধ্যায় ও ২০১৬ সালে ডেভিড ওয়ার্নার ওয়ান ডে ক্রিকেটে ৭টি করে সেঞ্চুরি করেন৷ সেদিক থেকে দুই তারকাকে ছুঁয়ে ফেলেন শর্মা৷
# সব ফর্ম্যাট মিলিয়ে চলতি বছরে রোহিতের এটি ১০ নম্বর সেঞ্চুরি৷ চলতি বছরে হিটম্যানের থেকে বেশিবার তিন অঙ্কে পৌঁছতে পারেননি আর কেউই৷
# সব ফর্ম্যাচ মিলিয়ে চলতি বছরে ৭৭টি ছক্কা মারেন রোহিত৷ একই বছরে ৭৫টি’র বেশি আন্তর্জাতিক ছক্কা মারা একমাত্র ক্রিকেটার হিটম্যান৷ তিনি গত বছর মেরেছিলেন ৭৪টি ছক্কা৷
# এই নিয়ে ৮ বারএকদিনের ক্রিকেটে ১৫০’র গণ্ডি ছাপিয়ে গেলেন রোহিত৷ আন্তর্জাতিক ক্রিকেটে এি রেকর্ড আর কারও নেই৷ ডেভিড ওয়ার্নার মোট ৬ বার এমন কৃতিত্ব দেখিয়েছেন৷
# এবছর ওয়ান ডে ক্রিকেটে রোহিত ৭টি সেঞ্চুরি করেছেন ৭টি আলাদা প্রতিপক্ষের বিরুদ্ধে৷ ২০১৯ সালে তাঁর ওয়ান ডে সেঞ্চুরিগুলি সাজিয়ে দিলে দাঁড়ায়– ১৩৩ (বনাম অস্ট্রেলিয়া), ১২২ (বনাম দক্ষিণ আফ্রিকা), ১৪০ (বনাম পাকিস্তান), ১০২ (বনাম ইংল্যান্ড), ১০৪ বনাম (বাংলাদেশ), ১০৩ (বনাম শ্রীলঙ্কা) ও ১৫৯ (বনাম ওয়েস্ট ইন্ডিজ)৷