বর্ডার-গাওস্কর ট্রফির তৃতীয় টেস্ট শুরু হবে আগামী শনিবার। অ্যাডিলেডে দিন-রাতের টেস্ট হারার পর ভারতীয় দলের কাছে ব্রিসবেন টেস্টের গুরুত্ব অনেক বেড়ে গিয়েছে। তাই সময় নষ্ট না করে মঙ্গলবার থেকেই অনুশীলন শুরু করে দিয়েছেন রোহিত শর্মা, বিরাট কোহলিরা। কিন্তু তাঁদের ফর্মই উদ্বেগে রেখেছে ভারতীয় শিবিরকে। অনুশীলনে সতীর্থদের বল খেলতেও সমস্যা পড়ছেন ভারতীয় দলের দুই সিনিয়র ব্যাটার।
দ্বিতীয় টেস্টে রান পাননি রোহিত এবং কোহলি। তাঁদের আউট হওয়ার ধরন দেখেই বোঝা গিয়েছে, কেউই চেনা ফর্মে নেই। বাইরের বলে সমস্যা কাটছে না কোহলির। বলের লাইনে পা নিয়ে যেতে পারছেন না রোহিত। অস্ট্রেলিয়ার মাটিতে খেলার যথেষ্ট অভিজ্ঞতা আছে তাঁদের। মনে করা হয়েছিল, অস্ট্রেলিয়া সফরে তাঁরাই দলের ইনিংসকে নেতৃত্ব দেবেন। কিন্তু প্রত্যাশা এবং বাস্তবের মিল নেই।
শুধু ম্যাচে নয়। অনুশীলনেও রোহিত এবং কোহলিকে ব্যাট হাতে স্বচ্ছন্দ দেখাচ্ছে না। ভারতীয় দলের মঙ্গলবারের অনুশীলনের একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। তাতে দেখা গিয়েছে, দুই সিনিয়র ব্যাটারই একাধিক বার সমস্যায় পড়েছেন সতীর্থদের বল সামলাতে। তাঁদের দেখে চিন্তার ভাঁজ পড়েছে কোচ গৌতম গম্ভীরের কপালে। সিরিজ়ের তৃতীয় টেস্টের আগে হাতে রয়েছে দু’দিন। এর মধ্যে কি সমস্যা কাটিয়ে উঠতে পারবেন তাঁরা? না পারলেও ব্রিসবেনেও তাঁরা দলের বিপদ ডেকে আনতে পারেন।
অ্যাডিলেডে পাঁচ দিন খেলা হলে মঙ্গলবার পর্যন্ত চলত টেস্ট। রবিবার খেলা শেষ হয়ে যাওয়ায় প্রস্তুতির বাড়তি সময় পেয়েছে ভারতীয় শিবির। সেই সময় নষ্ট করতে চাননি গম্ভীর। সোমবার বিশ্রাম দিয়ে মঙ্গলবার থেকেই ক্রিকেটারদের নিয়ে অনুশীলন শুরু করে দিয়েছেন। বুধবার ব্রিসবেনে পৌঁছেছেন রোহিতেরা। বৃহস্পতিবার এবং শুক্রবার সেখানে চূড়ান্ত প্রস্তুতি সারবে ভারতীয় দল। গাব্বার ২২ গজ তুলনায় দ্রুত গতির হতে পারে। তেমন হলে আরও বেশি করে প্রয়োজন হবে রোহিত, কোহলিদের অভিজ্ঞতা। কিন্তু দু’দিনের অনুশীলনে কি তাঁরা হারানো ফর্ম ফিরে পাবেন? বর্ডার-গাওস্কর ট্রফির তৃতীয় টেস্টের আগে ভারতীয় শিবিরের প্রধান উদ্বেগের নাম রোহিত এবং কোহলিই।