RCB vs GT: দীর্ঘদিন দারুণ খেলে মাপকাঠি তৈরি, সেখানেই ভুলটা হয়! ব্যর্থতার কারণ ফাঁস বিরাটের

লাগাতার ভালো খেলে নিজেকে আলাদা পর্যায়ে নিয়ে যান খেলোয়াড়রা। সেই প্রত্যাশা পূরণ করতে গিয়ে অনেক সময় গোড়ায় গলদ হয়ে যায়। তার জেরেই ফর্মের গ্রাফ নীচের দিকে নামতে থাকে। এমনই বললেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ‘নায়ক’ বিরাট কোহলির।

বৃহস্পতিবার কার্যত ‘ডু অর ডাই’ ম্যাচে গুজরাট টাইটানসের বিরুদ্ধে নেমেছিল ব্যাঙ্গালোর। প্রথমে ব্যাট করে পাঁচ উইকেটে ১৬৮ রান তোলে গুজরাট। সেই রান তাড়া করতে নেমে দারুণ শুরু করে ব্যাঙ্গালোর। বিশেষত লাগাতার ব্যর্থতার পর কার্যত মরণবাঁচন ম্যাচে ছন্দে ফেরেন বিরাট। 

শুরুর দিকে ভাগ্যের সহায়তা পেলেও যথেষ্ট ভালো শট মারতে থাকেন প্রাক্তন ব্যাঙ্গালোর অধিনায়ক। শেষপর্যন্ত ৫৪ বলে ৭৩ রান করেন। যখন তিনি আউট হন, ততক্ষণে ব্যাঙ্গালোরের হাতে ম্যাচে চলে এসেছে। তারপর বাকি কাজটা করে ফেলেন গ্লেন ম্যাক্সওয়েল এবং দীনেশ কার্তিক। যে ম্যাচের সেরাও নির্বাচিত হয়েছেন বিরাট।

দীর্ঘদিন পরে ছন্দে ফেরার (আগে একটা অর্ধশতরান করলেও একেবারে ছন্দে ছিলেন না) বিষয়ে ম্যাচের পর বিরাট বলেন, ‘আপনাকে নিজের ধ্যানধারণা ঠিক রাখতে হয়। এত বছর ধরে আপনি যা করেছেন এবং যা অর্জন করেছেন, সেজন্য আপনাকে নিয়ে প্রত্যাশা থাকবেই। মাঝেমধ্যে সেই মাপকাঠিতে পারফর্ম এবং সেই প্রত্যাশা পূরণ করতে গিয়ে আসল প্রক্রিয়াটা ভুলে যান। যে কারণে আপনি দীর্ঘদিন ধরে এত ভালো খেলে যাচ্ছিলেন।’ 

ব্যাঙ্গালোরের প্রাক্তন অধিনায়ক বলেন, ‘তাই আপনাকে ড্রয়িংবোর্ডে ফিরে যেতে হবে। নিজেকে বলতে হবে যে আমি শুধু বল দেখতে চাই এবং তা মারতে চাই। কখনও কখনও আপনার মনে হতে পারে যে পুরো বিষয়টাই ভুলভাল হতে পারে। মাঠে থাকার সময় মনে হয় যে কিছু ঠিক হবে না। তাই আমি এই ম্যাচের আগে কঠোর পরিশ্রম করেছিলাম।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.