কপিলের ভূমিকায় না হয় রণবীর, কবীর খানের ‘৮৩’তে এই সকল অভিনেতারা কে কোন ভূমিকায়?

1/16‘83’ কেবল দুটো ইংরাজি সংখ্যা নয়, বরং ১৩০ কোটি ভারতীয়র কাছে একটা আবেগ। যে আবেগ বেঁধে রাখে আসমুদ্রহিমাচলকে, সেই আবেগের নাম ক্রিকেট। ধর্ম,ভাষা,জাতির উর্দ্ধে উঠে যে খেলা আমাদের হাসতে শেখায়, বাঁচতে শেখায়। আজ ক্রিকেট বিশ্বের সুপার পাওয়ার ভারত, কিন্তু আশির দশকের গোড়ায় তেমনটা ছিল না। প্রবল পরাক্রমী ওয়েস্ট ইন্ডিজ়কে হারিয়ে ভারতের প্রথম বিশ্বকাপ জয়ের কাহিনি রূপকথার চেয়ে কম নয়। ১৭ দিনের সেই কাহিনিই আড়াই ঘন্টায় রুপোলি পর্দায় তুলে ধরলেন পরিচালক কবীর খান। প্রত্যেক অভিনেতা-অভিনেত্রী যা করে দেখালেন, তার বিকল্প হওয়া খুবই কঠিন।

কপিল দেবের ভূমিকায় রণবীর সিং, আজ থেকে বছর তিনেক আগে এই কথাটা কেউ বললে আপনার কিন্তু বোধ হতেই পারত, তবে ৮৩-র ফার্স্ট লুক সামনে আসবার পর সব কেমন যেন গুলিয়ে গেছে। ভারতের সর্বকালের সেরা অলরাউন্ডার তথা বিশ্বকাপ জয়ী ভারত অধিনায়ক কপিল দেব নিখাঞ্জের চরিত্রে এই ছবিতে অভিনয় করেছেন রণবীর সিং। (ছবি সৌজন্যে - টুইটার)
2/16কপিল দেবের ভূমিকায় রণবীর সিং, আজ থেকে বছর তিনেক আগে এই কথাটা কেউ বললে আপনার কিন্তু বোধ হতেই পারত, তবে ৮৩-র ফার্স্ট লুক সামনে আসবার পর সব কেমন যেন গুলিয়ে গেছে। ভারতের সর্বকালের সেরা অলরাউন্ডার তথা বিশ্বকাপ জয়ী ভারত অধিনায়ক কপিল দেব নিখাঞ্জের চরিত্রে এই ছবিতে অভিনয় করেছেন রণবীর সিং। (ছবি সৌজন্যে – টুইটার)
সুনীল গাভাস্করের চরিত্রে ৮৩-তে দেখা গেল তাহির রাজ ভাসিনকে। রানি মুখোপাধ্যায়ের মর্দানি ছবির ভিলেন হিসাবে বলিউডে নজর কেড়েছিলেন তাহির, পরবর্তীতে সুশান্তের ছিছোরে ছবিতেও অনবদ্য অভিনয় করেছেন তাহির। 
3/16সুনীল গাভাস্করের চরিত্রে ৮৩-তে দেখা গেল তাহির রাজ ভাসিনকে। রানি মুখোপাধ্যায়ের মর্দানি ছবির ভিলেন হিসাবে বলিউডে নজর কেড়েছিলেন তাহির, পরবর্তীতে সুশান্তের ছিছোরে ছবিতেও অনবদ্য অভিনয় করেছেন তাহির। 
অ্যামি ভির্ক কবীর খানের বলবিন্দর সান্ধু। ওয়েস্ট ইন্ডিজের তারকা ব্যাটসম্যান গর্ডন গ্রিনিজের উইকেট নেওয়ার জন্যই ভারতীয়রা সবচেয়ে বেশি মনে রেখেছে বলবিন্দর সান্ধুকে। পঞ্জাবের নামী তারকা অ্যামি। তবে এই গায়ক তথা অভিনেতাকে সেভাবে দেখা যায়নি বলিউডে। ‘৮৩’-র আগে ‘ভূজ: দ্য প্রাইড অফ ইন্ডিয়া’য় স্বল্প পরিসরের চরিত্রে দেখা মিলেছে তাঁর। 
4/16অ্যামি ভির্ক কবীর খানের বলবিন্দর সান্ধু। ওয়েস্ট ইন্ডিজের তারকা ব্যাটসম্যান গর্ডন গ্রিনিজের উইকেট নেওয়ার জন্যই ভারতীয়রা সবচেয়ে বেশি মনে রেখেছে বলবিন্দর সান্ধুকে। পঞ্জাবের নামী তারকা অ্যামি। তবে এই গায়ক তথা অভিনেতাকে সেভাবে দেখা যায়নি বলিউডে। ‘৮৩’-র আগে ‘ভূজ: দ্য প্রাইড অফ ইন্ডিয়া’য় স্বল্প পরিসরের চরিত্রে দেখা মিলেছে তাঁর। 
আসল-নকল দেখে বোঝা দায়! বিশ্বকাপ জয়ী দলের উইকেট কিপার-ব্যাটসম্যান সৈয়দ কিরমানির ভূমিকায় এই ছবিতে দেখা মিলেছে ইউটিউবার সাহিল খট্টরের। ৩০ বছর বয়সী এই সাহিল দীর্ঘ সময় ধরে টেলিভিশন হোস্ট হিসাবে কাজ করছেন, এটাই তাঁর প্রথম ছবি। 
5/16আসল-নকল দেখে বোঝা দায়! বিশ্বকাপ জয়ী দলের উইকেট কিপার-ব্যাটসম্যান সৈয়দ কিরমানির ভূমিকায় এই ছবিতে দেখা মিলেছে ইউটিউবার সাহিল খট্টরের। ৩০ বছর বয়সী এই সাহিল দীর্ঘ সময় ধরে টেলিভিশন হোস্ট হিসাবে কাজ করছেন, এটাই তাঁর প্রথম ছবি। 
বাবার ভূমিকায় ছেলে! এর চেয়ে ভালো কাস্টিং আর কী হতে পারে? সন্দীপ পাটিলের ছেলের চরিত্রে অভিনয় করেছেন তাঁর নিজের ছেলে, জনপ্রিয় মরাঠি অভিনেতা চিরাগ পাটিল। 
6/16বাবার ভূমিকায় ছেলে! এর চেয়ে ভালো কাস্টিং আর কী হতে পারে? সন্দীপ পাটিলের ছেলের চরিত্রে অভিনয় করেছেন তাঁর নিজের ছেলে, জনপ্রিয় মরাঠি অভিনেতা চিরাগ পাটিল। 
জনপ্রিয় পঞ্জাবি গায়ক হার্ডি সান্ধুকে এই ছবিতে ফাস্ট বোলার মদন লালের ভূমিকায় দেখা গেল। হার্ডির ‘বিজলি বিজলি’ গানে দুলছে গোটা দেশ, এর মাঝেই অভিনেতা হিসাবে বলিউডে আত্মপ্রকাশ করে ফেললেন এই পপ সেনশেশন। জানেন কি একটা সময় ক্রিকেটও খেলতেন হার্ডি সান্ধু? এই প্রাক্তন ক্রিকেটার তথা জনপ্রিয় গায়ক এবার অভিনয়ে!
7/16জনপ্রিয় পঞ্জাবি গায়ক হার্ডি সান্ধুকে এই ছবিতে ফাস্ট বোলার মদন লালের ভূমিকায় দেখা গেল। হার্ডির ‘বিজলি বিজলি’ গানে দুলছে গোটা দেশ, এর মাঝেই অভিনেতা হিসাবে বলিউডে আত্মপ্রকাশ করে ফেললেন এই পপ সেনশেশন। জানেন কি একটা সময় ক্রিকেটও খেলতেন হার্ডি সান্ধু? এই প্রাক্তন ক্রিকেটার তথা জনপ্রিয় গায়ক এবার অভিনয়ে!
দক্ষিণী ছবির পরিচিত মুখ জিভা। কবীর খানের ৮৩-এ প্রাক্তন ভারত অধিনায়ক কৃষ্ণমাচারি শ্রীকান্তের ভূমিকায় দেখা যাবে তাঁকে। এটাই বলিউডে প্রথম ছবি জিভার।  
8/16দক্ষিণী ছবির পরিচিত মুখ জিভা। কবীর খানের ৮৩-এ প্রাক্তন ভারত অধিনায়ক কৃষ্ণমাচারি শ্রীকান্তের ভূমিকায় দেখা যাবে তাঁকে। এটাই বলিউডে প্রথম ছবি জিভার।  
সুনীল ভালসন একমাত্র প্লেয়ার ছিলেন বিশ্বকাপ জয়ী দলের, যাঁর প্রথম একাদশে খেলার সুযোগ হয়নি, সেই চরিত্রে দেখা গেল দক্ষিণী অভিনেতা আর বদ্রীকে।
9/16সুনীল ভালসন একমাত্র প্লেয়ার ছিলেন বিশ্বকাপ জয়ী দলের, যাঁর প্রথম একাদশে খেলার সুযোগ হয়নি, সেই চরিত্রে দেখা গেল দক্ষিণী অভিনেতা আর বদ্রীকে।
ওটিটি দুনিয়ার পরিচিত মুখ যতীন সরনা (Jatin Sarna), যশপাল শর্মার চরিত্রের জন্য যতীনই অবশ্যই সেরা বাছাই। এর আগে সেক্রেড গেমসে বান্টি চরিত্রে নজর কেড়েছেন যতীন। 
10/16ওটিটি দুনিয়ার পরিচিত মুখ যতীন সরনা (Jatin Sarna), যশপাল শর্মার চরিত্রের জন্য যতীনই অবশ্যই সেরা বাছাই। এর আগে সেক্রেড গেমসে বান্টি চরিত্রে নজর কেড়েছেন যতীন। 
কবীর খানের ৮৩-র হাত ধরে আরও এক মরাঠি অভিনেতাকে পেল বলিউড। আদিনাথ কোঠারে-কে এই ছবিতে দিলীপ বেঙ্গসরকারের চরিত্রে দেখা গেল। শুধু অভিনেতা নয়, মরাঠি ইন্ডাস্ট্রিতে পরিচালক-প্রযোজক হিসাবেও কাজ করেন আদিনাথ।
11/16কবীর খানের ৮৩-র হাত ধরে আরও এক মরাঠি অভিনেতাকে পেল বলিউড। আদিনাথ কোঠারে-কে এই ছবিতে দিলীপ বেঙ্গসরকারের চরিত্রে দেখা গেল। শুধু অভিনেতা নয়, মরাঠি ইন্ডাস্ট্রিতে পরিচালক-প্রযোজক হিসাবেও কাজ করেন আদিনাথ।
বলিউডের আগামীর তারকা ধৈর্য কালরা, দিন কয়েক আগেই ‘গেহরাইয়া’র ঝলকে দীপিকার সঙ্গে রোম্যান্স করতে দেখা গিয়েছে তাঁকে। সেই ধৈর্যই কবীর খানের রবি শাস্ত্রী। 
12/16বলিউডের আগামীর তারকা ধৈর্য কালরা, দিন কয়েক আগেই ‘গেহরাইয়া’র ঝলকে দীপিকার সঙ্গে রোম্যান্স করতে দেখা গিয়েছে তাঁকে। সেই ধৈর্যই কবীর খানের রবি শাস্ত্রী। 
ভারতের বিশ্বকাপ জয়ের অন্যতম কাণ্ডারী রজার বিনি। বিশ্বকাপে ১৮টি উইকেট দখল করা রজার বিনির চরিত্রে দেখা মিলল নিশান দাহিয়ার। এর আগে নেটফ্লিক্সের রাত আকেলি-তে দেখা মিলেছে নিশানের। 
13/16ভারতের বিশ্বকাপ জয়ের অন্যতম কাণ্ডারী রজার বিনি। বিশ্বকাপে ১৮টি উইকেট দখল করা রজার বিনির চরিত্রে দেখা মিলল নিশান দাহিয়ার। এর আগে নেটফ্লিক্সের রাত আকেলি-তে দেখা মিলেছে নিশানের। 
৮৩-তে কীর্তি আজাদের ভূমিকায় পাওয়া গেল অভিনেতা দিনকর শর্মাকে। দিল্লি ক্রাইম সিরিজে নজর কেড়েছিলেন দিনকর। 
14/16৮৩-তে কীর্তি আজাদের ভূমিকায় পাওয়া গেল অভিনেতা দিনকর শর্মাকে। দিল্লি ক্রাইম সিরিজে নজর কেড়েছিলেন দিনকর। 
বলিউডের অত্যন্ত পরিচিত মুখ শাকিব সলিম। তবে ৮৩ ছবিতে তাঁকে চেনা দায়! মহিন্দর অমরনাথের চরিত্রে এই ছবিতে দেখা গেল তাঁকে। সেমি ফাইনাল ও ফাইনালের ম্যান অফ দ্য ম্যাচ ছিলেন মহিন্দর অমরনাথ। 
15/16বলিউডের অত্যন্ত পরিচিত মুখ শাকিব সলিম। তবে ৮৩ ছবিতে তাঁকে চেনা দায়! মহিন্দর অমরনাথের চরিত্রে এই ছবিতে দেখা গেল তাঁকে। সেমি ফাইনাল ও ফাইনালের ম্যান অফ দ্য ম্যাচ ছিলেন মহিন্দর অমরনাথ। 
কথায় আছে, ‘অ্যাট লাস্ট বাট নট লিস্ট..’ এই ছবিতে ভারতীয় ক্রিকেট দলের ম্যানেজারের চরিত্রে বাজিমাত করেছেন পঙ্কজ ত্রিপাঠি। মান সিং-এর চরিত্র যেমন সাবলীলভাবে ফুটিয়ে তুলেছেন পঙ্কজ, তা একমাত্র তাঁর পক্ষেই সম্ভব। 
16/16কথায় আছে, ‘অ্যাট লাস্ট বাট নট লিস্ট..’ এই ছবিতে ভারতীয় ক্রিকেট দলের ম্যানেজারের চরিত্রে বাজিমাত করেছেন পঙ্কজ ত্রিপাঠি। মান সিং-এর চরিত্র যেমন সাবলীলভাবে ফুটিয়ে তুলেছেন পঙ্কজ, তা একমাত্র তাঁর পক্ষেই সম্ভব। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.