1/16‘83’ কেবল দুটো ইংরাজি সংখ্যা নয়, বরং ১৩০ কোটি ভারতীয়র কাছে একটা আবেগ। যে আবেগ বেঁধে রাখে আসমুদ্রহিমাচলকে, সেই আবেগের নাম ক্রিকেট। ধর্ম,ভাষা,জাতির উর্দ্ধে উঠে যে খেলা আমাদের হাসতে শেখায়, বাঁচতে শেখায়। আজ ক্রিকেট বিশ্বের সুপার পাওয়ার ভারত, কিন্তু আশির দশকের গোড়ায় তেমনটা ছিল না। প্রবল পরাক্রমী ওয়েস্ট ইন্ডিজ়কে হারিয়ে ভারতের প্রথম বিশ্বকাপ জয়ের কাহিনি রূপকথার চেয়ে কম নয়। ১৭ দিনের সেই কাহিনিই আড়াই ঘন্টায় রুপোলি পর্দায় তুলে ধরলেন পরিচালক কবীর খান। প্রত্যেক অভিনেতা-অভিনেত্রী যা করে দেখালেন, তার বিকল্প হওয়া খুবই কঠিন।
2021-12-25