নিউজিল্যান্ড সিরিজ শেষ। মুম্বইয়ে দাপুটে জয়ে সিরিজ নিজেদের পকেটে পুরেছে ভারতীয় দল। এবার প্রস্তুতি দক্ষিণ আফ্রিকা সফরের। তবে প্রোটিয়াভূমে যাওয়ার আগে কয়েকটা প্রশ্ন থেকেই যাচ্ছে। টিম ইন্ডিয়ার সবচেয়ে বড় মাথাব্যথা হল টেস্ট সহ-অধিনায়ক অজিঙ্কা রাহানের ফর্ম। অধিনায়ক বিরাট কোহলি প্রকাশ্যে রাহানের পাশে দাঁড়ালেও ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনায় বসবেন বলেও জানান তিনি।
বাইরের চাপে কোনোভাবেই রাহানেকে দল থেকে বাতিল তো করবেনই না, উল্টে রাহানের হয়ে অতীত পারফরম্যান্সের দোহাই দিয়ে সাফাইও গেয়েছেন কোহলি। তবে মুম্বই ম্যাচের পর সাংবাদিক সম্মেলেন কোহলি স্পষ্ট জানিয়ে দেন যে সাজঘরে ফিরেই তিনি ম্যানেজমেন্ট, কোচ রাহুল দ্রাবিড় সঙ্গে ভবিষ্যৎ পরিকল্পনায় গড়ার জন্য আলোচনায় বসবেন। তিনি বলেন, ‘নির্বাচকদের সঙ্গে আলোচনায় বসব। এ ধরনের (দলে একই স্থানের জন্য একাধিক দাবিদার) মাথাব্যথা থাকা বেশ ভাল। তবে এর সঙ্গেই সব বিষয় নিয়ে একটা স্পষ্ট ধারণা থাকাও প্রয়োজন। বিশেষত সামনে যেখানে দক্ষিণ আফ্রিকার মতো গুরুত্বপূর্ণ সফর রয়েছে। আমরা হোটেলে ফিরেই সোজা এইসব বিষয় নিয়ে আলোচনায় বসব।’ট্রেন্ডিং স্টোরিজ
ক্যাপ্টেন কোহলি বলেন তিনি একা কোনো সিদ্ধান্ত নেবেন না, সকলের সঙ্গে আলোচনা করে সম্মিলিত মতেই সবকিছু ঠিকঠাক হবে। তবে কোহলি যতই বলুন রাহানের ফর্ম নিয়ে কিন্তু চর্চা বিন্দুমাত্র কমছে না। শেষ ১৬টি টেস্টে তারকা ব্যাটার ২৪.৩৬-র গড়ে রান করেছেন মাত্র। নিউজিল্যান্ডের বিরুদ্ধে কানপুরে প্রথম টেস্টেও ঝুলিতে ৩৫ ও চার রান। তাই বিশেষত শ্রেয়স আইয়ারের ফর্ম বিচার করে রাহানে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টে ভারতীয় একাদশে সুযোগ পান কিনা, এখন সেটাই দেখার।